দাবানলের কারণ কী? ট্রাম্প থেকে মাস্ক, কে কোন যুক্তি দিচ্ছেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভয়াবহ আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মতো বৈভবের শহর। পর্যাপ্ত জলের অভাবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আগুন নেভাতে এসে জল না পেয়ে অসহায় অবস্থা দমকলবাহিনীর। দাবানল পরিস্থিতির এই অবনতির জন্য সোশ্যাল মিডিয়ায় তোপ দাগা শুরু করে দিয়েছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। লস অ্যাঞ্জেলেসে জলাভাবের জন্য ট্রাম্প দায়ী করেছেন এক ধরনের মাছকে। আবার মাস্ক দুষছেন লস অ্যাঞ্জেলেসের দমকলবাহিনীর সংরক্ষণ নীতিকে।

এক্স কর্তা ইলন মাস্ক মনে করছেন, ডাইভারসিটি, ইক্যুইটি এবং ইনক্লুসন (DEI)-এর কারণে লস অ্যাঞ্জেলসের দমকলবাহিনী অকর্মণ্য হয়ে পড়েছে, অর্থাৎ সব জাতি, ধর্ম, পিছিয়ে পড়া সম্প্রদায়কে দমকল বাহিনীর মধ্যে ঠাঁই করে দিতে গিয়ে নিজেদের কাজের বিশেষত্ব হারাচ্ছে তারা। আর তাতেই দাবানল নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। নিজের এক্স পোস্টে মাস্ক লিখেছেন, ‘DEI means people DIE’। অর্থাৎ DEI-এর অর্থ মানুষের মৃত্যু। অন্য একটি পোস্টে স্থানীয় প্রশাসনকে দুষে তিনি লিখেছেন, ‘তাঁরা মানুষের জীবন এবং বাড়ি বাঁচানোর থেকে DEI-কে বেশি গুরুত্ব দিয়েছে।’ লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রোলের একটি ভিডিয়ো শেয়ার করেও আক্রমণ শানিয়েছেন মাস্ক। ২০২২ সালে ক্রিস্টিন লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হন। তিনি প্রথম রূপান্তরিত মহিলা এবং এলজিবিটিকিউ গ্রুপের প্রতিনিধি যিনি এই পদে বসেছেন।

আরও পড়ুন:– বাংলার মেয়েরা পাবেন কড়কড়ে 55 লাখ টাকা। নতুন প্রকল্প আনলেন মুখ্যমন্ত্রী। কারা সুবিধা পাবেন জেনে নিন

ট্রাম্প অবশ্য মাস্কের পথে হাঁটেননি। তিনি সরাসরি আক্রমণ শানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসমকে। ট্রাম্প মনে করছেন মাছ সংরক্ষণ করতে গিয়ে জলের অভাব ডেকে এনেছেন ডেমোক্র্যাট রাজনীতিক। যার জেরেই এই পরিস্থিতি। এ নিয়ে ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘স্মেল্ট নামের ছোট একটা মাছকে রক্ষা করতে গিয়ে জলের সমস্যা বাড়িয়েছেন। কিন্তু ক্যালিফোর্নিয়ার মানুষের কথা ভাবেননি। এর জন্য তাঁকে দায়ী করা উচিত। ফায়ার হাইড্র্যান্ট, ফায়ারফাইটিং প্লেনে জল নেই। সত্যিই দুর্যোগ।’

যদিও লস অ্যাঞ্জেলেসে আগুন লাগার কারণ নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। প্রাকৃতিক ভাবেই আগুন লেগে তা ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। কিন্তু মাস্ক ও ট্রাম্প আগুন লাগার কারণ নিজেদের মতো করে বিশ্লেষণ করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি

আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন