দাবায় আবার মুকুট, গুকেশের পর ভারত পেল আর এক দাবা বিশ্বচ্যাম্পিয়ন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সিঙ্গাপুরে হওয়া বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শেষ খেলায় চিনের ডিং লিরেনকে হারিয়ে রুদ্ধশ্বাস জয়ের সঙ্গে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিয়েছেন ভারতের ডি গুকেশ। হয়েছেন বিশ্বের এযাবতকালের সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন।

গুকেশের সাফল্য দাবা বিশ্বে বিশ্বনাথন আনন্দের পর ফের ভারতের মাথা উঁচু করেছে। গুকেশের সেই অভাবনীয় সাফল্যের রেশ কাটার আগেই ফের দাবায় আর এক বিশ্বচ্যাম্পিয়ন পেয়ে গেল ভারত।

এবার ফিডে-র মহিলা ব়্যাপিড দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন ভারতের কোনেরু হাম্পি। ফলে পুরুষদের পাশাপাশি ভারতীয় মহিলা দাবাড়ুরাও এখন বিশ্ব শাসন করছেন, এটা পরিস্কার হয়ে গেল।

আরো পড়ুন: আর নয় ওষুধ, চিকিৎসাবিজ্ঞানে এবার তাবিজেই হবে গর্ভনিরোধক ! ব্যাপারটা কি, জানুন

কোনেরু হাম্পির এই বিশ্বজয়ের খবর পাওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। হাম্পি অন্ধ্রপ্রদেশের মেয়ে।

ফলে এখন ভারতের ২ লাগোয় রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের ২ দাবাড়ু বিশ্ব সেরার খেতাব জয় করেছেন। দাবার সত্যিকারের রানি বলে কোনেরু হাম্পিকে ব্যাখ্যা করেছেন পবন কল্যাণ।

এর আগেই দাবা অলিম্পিয়াডে পুরুষ ও মহিলা বিভাগে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল ভারত। এবার গুকেশ ও কোনেরু হাম্পির অভাবনীয় সাফল্য দাবা দুনিয়ায় ভারতের মাথা উঁচু করল।

দাবায় রাশিয়া সহ বিভিন্ন দেশই তাদের দাপট দেখিয়েছে। বিশ্বনাথন আনন্দই বিশ্বকে জানান দেন ভারতও কম নয়। এবার আনন্দের সেই পথকে আরও পরিস্কার করে বিশ্বের সামনে তুলে ধরলেন ভারতের ২ তরুণ মুখ।

 

আরো পড়ুন: 1 লা জানুয়ারি থেকে বদলাবে গুরুত্বপূর্ণ সকল নিয়ম। সতর্ক হন সবার আগে

আরো পড়ুন:– ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন