দিতে হবে টাকা ! রেশনে বিনামূল্যে সামগ্রী দেওয়া বন্ধের পথে সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দরিদ্র তথা মধ্যবিত্তকে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি থেকে রেহাই দিতে ও অন্নের যোগান নিশ্চিত করতে সরকারের তরফ থেকে রেশন প্রকল্প চালু করা হয়েছিল। এরপর করোনাকালে বিনামূল্যেই রেশন সামগ্রী দেওয়া শুরু হয়। যার ফলে ৮০ কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। তবে এবার বন্ধ হতে পারে ফ্রি রেশন পরিষেবা! হ্যাঁ এমনটাই ইঙ্গিত পাওয়া গেল নীতি আয়োগের রিপোর্টে।

আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে

বন্ধ হতে চলেছে বিনামূল্যের রেশন ?

নীতি আয়োগের তরফ থেকে ‘মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া সিন্স ২০০৫ – ২০০৬ ‘ একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে জানা যাচ্ছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ২৪ কোটি ৮২ লক্ষ মানুষকে দরিদ্রসীমা থেকে তুলে আনা হয়েছে। এই রিপোর্ট নিয়ে বহু জায়গায় প্রচারও করা হয়েছিল। তবে কি এবার এই রেপোরকে হাতিয়ার করেই বন্ধ করে দেওয়া হবে বিনামূল্যের রেশন? নাকি বর্তমানের যে ৮০ কোটিরও বেশি লোককে রেশন দেওয়া হয় তাদের থেকে এই ২৪ কোটি ৮২ লক্ষের নাম বাতিল করা হবে? প্রশ্ন উঠছে এই নিয়েই।

গতকাল অর্থাৎ মঙ্গলবার নীতি আয়োগে ‘ওয়ার্কিং গ্রুপ অফ মডেল ফেয়ার প্রাইস শপ’ নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই রেশন ডিলারদের আয় বৃদ্ধি নিয়ে প্রস্তাব রাখা হয়। নীতি আয়োগের পোগ্রাম ডিরেক্টর জানান, ‘গ্রাহকদের থেকে প্রতি কেজিতে ১ থেকে ১.৫ টাকা নিলে কেমন হয়? তাহলে প্রত্যেক গ্রাহকের থেকে ৫-৭ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব’। অর্থাৎ বিনামূল্যে নয়, কিছু টাকা খরচ করে নিতে  হবে রেশন এমনটাই বলা হচ্ছে প্রস্তাবে।

রেশন ডিলারদের আয় বাড়াতে উদ্যোগী নীতি আয়োগ

নতুন প্রস্তাবের ভিত্তিতে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিও জারি করা যেতে পারে বলে জানা গিয়েছে এদিনের বৈঠকেই। বর্তমানে ডিলাররা প্রতি কেজিতে মাত্র ৯০ পয়সা কমিশন পান, সেটাকেই বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলেই এই প্রস্তাব। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাবের মাধ্যমে রেশন ডিলারদের আয় বৃদ্ধিকে দেখিয়ে ফ্রী রেশন দেওয়া বন্ধ করে ফের টাকা দিয়ে চাল, গম দেওয়া চালু হতে পারে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন ১ লা জানুয়ারি ২০২৪ থেকে আগামী ৫ বছর ফ্রি রেশন প্রকল্প চালু থাকবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন