Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিদির যে পরিবারে বিয়ে হয়েছিল সেখানে তাঁর যাতায়াত থাকাই স্বাভাবিক। ২ পরিবারের এই বৈবাহিক সম্পর্কের জেরে দিদির দেওরের সঙ্গে তরুণীর মেলামেশাটাও স্বাভাবিক। তা যে কবে প্রেমে পরিণত হয়েছে তা হয়তো আন্দাজ করতে পারেনি ২ পরিবার।
যখন ওই তরুণী দিদির দেওরকেই জীবনসঙ্গী করার কথা পরিবারে জানান তখন পরিবার বেঁকে বসে। বিয়েতে রাজি না হওয়ায় ওই তরুণী সটান উঠে যান গ্রামের জলের ট্যাঙ্কে। সিমেন্টের তৈরি সুউচ্চ জলের ট্যাঙ্কের উপরে উঠে সেখান থেকে ঝাঁপ দেওয়ার কথাও জানান তিনি।
বিখ্যাত সিনেমা শোলে-তে বীরু ঠিক এভাবেই বাসন্তিকে বিয়ে করার দাবি নিয়ে জলের ট্যাঙ্কে উঠে পড়ে। বাসন্তীর মাসি বিয়ে দিতে রাজি না হলে সে যে ওখান থেকে ঝাঁপ দেবে তাও জানায়।
আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত
উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার সরাই পিপরিয়া গ্রামে তরুণী যা ঘটালেন তা যেন একেবারে শোলের পর্দা থেকে তুলে আনা। বীরুর মতই ওই তরুণী জানিয়ে দেন দিদির দেওরের সঙ্গে বিয়ে না দিলে তিনি জলের ট্যাঙ্ক থেকে লাফ দেবেন।
এরপরই কয়েকজন যুবক জলের ট্যাঙ্কে উঠে যান। সঙ্গে ছিল পুলিশও। নিচে তখন প্রায় গোটা গ্রাম জড়ো হয়েছে। কয়েকজন যুবক ওই তরুণীকে প্রায় চ্যাংদোলা করে তুলে নিচে নামিয়ে আনেন। পুরোটাই হয় পুলিশের নজরদারিতে।
তখনকার মত শান্তও করা হয় ওই তরুণীকে। নিচে নামানোর পর বকাঝকা থেকে শুরু করে বোঝানো, সব চেষ্টাই চলতে থাকে। এদিকে এই ঘটনার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের
আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন