Bangla News Dunia, দীনেশ : মুকেশ আম্বানির জিও সব সময় তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসে। এবার জিও নিয়ে এসেছে এমন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান, যেখানে আপনি ডেটা, কলিং এবং SMS এর সুবিধার পাশাপাশি ক্যাশব্যাক ও অতিরিক্ত সুবিধা পেতে পারেন। চলুন জিওর এই ১০২৮ টাকার বিশেষ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
জিওর ১০২৮ টাকার প্ল্যানের ডিটেলস
ডেটা সুবিধা- প্রতিদিন ২ GB করে উচ্চগতির ডেটা পাওয়া যাবে। ৮৪ দিনের ভ্যালিডিটি অনুযায়ী এই প্ল্যানে মোট ১৬৮ GB যেটা পাওয়া যাবে।
ভয়েস কলিং- জিওর এই প্ল্যানে লোকাল এবং STD নাম্বারে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে।
SMS সুবিধা- প্রতিদিন ১০০ টি করে বিনামূল্যে SMS পাঠানো যাবে এই প্ল্যানটি রিচার্জ করলে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
প্ল্যানের ভ্যালিডিটি
৮৪ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানটি দীর্ঘমেয়াদি ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ অপশন হতে পারে। প্রতিদিন ২ GB করে ডেটা ব্যবহারকারীদের জন্য এটি একটি লাভজনক প্ল্যান।
অতিরিক্ত সুবিধা
জিওর ১০২৮ টাকার এই প্ল্যানের মধ্যে বেশ কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করা হচ্ছে। সেগুলি হল-
Jio TV, Jio Cloud এবং Jio Cinema- বিনামূল্যে এই পরিষেবাগুলি উপভোগ করতে পারবেন এই প্ল্যানটি রিচার্জ করলে।
Swiggy One Lite সাবস্ক্রিপশন- ৩ মাসের জন্য Swiggy One Lite সাবস্ক্রিপশনের সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
ক্যাশব্যাক- এই প্ল্যানটি রিচার্জ করলে ৫০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এটি জিওর একমাত্র প্ল্যান, যেখানে ক্যাশব্যাকের সুবিধা দেওয়া হয়।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
এয়ারটেলের ১০২৯ টাকার প্ল্যান
ডেটা সুবিধা- এয়ারটেলের ১০২৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ GB করে ডেটা পাওয়া যায়।
অতিরিক্ত সুবিধা- এয়ারটেলের এই প্ল্যানে Disney Plus Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন, আনলিমিটেড ৫জি ডেটা, Apollo 24/7 মেম্বারশিপ, এবং বিনামূল্যে হ্যালোটিউনের মত সুবিধা পাওয়া যায়।
যদিও এয়ারটেল এবং জিও উভয়ের প্ল্যান প্রতিযোগিতামূলক। তবে জিওর ১০২৮ টাকার প্ল্যানের সঙ্গে ক্যাশব্যাক এবং Swiggy এর সাবস্ক্রিপশনের মতো সুবিধাগুলি এই প্ল্যানটিকে আরো জনপ্রিয় করে তুলেছে।
কেন জিওর ১০২৮ টাকার প্ল্যানটি ভালো অপশন?
- প্রতিদিন ২ GB করে ডেটার সুবিধাসহ মোট ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে এই প্ল্যানে।
- এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ১০০ টি SMS পাওয়া যাবে প্রতিদিন।
- পাশাপাশি Swiggy One Lite সাবস্ক্রিপশন ও ক্যাশব্যাক এর মত অতিরিক্ত সুবিধা মিলবে এই প্ল্যানটি রিচার্জ করলে।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
জিওর ১০২৮ টাকার প্ল্যান শুধুমাত্র ডাটা এবং কলিং সুবিধার জন্য নয়, বরং ক্যাশব্যাক এবং অতিরিক্ত সাবস্ক্রিপশনের সুবিধার জন্য বিশেষভাবে আকর্ষণীয়। যারা দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজছেন এবং স্বল্প খরচে বিশেষ প্ল্যান নিতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ রিচার্জ অপশন হতে পারে। তাই দেরি না করে এখনই এই প্ল্যানটি রিচার্জ করুন এবং উপভোগ করুন সমস্ত সুবিধা।