দিলীপ , রাহুলদের মাঠে নামান ! পরামর্শ বনশালের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Hh

Bangla News Dunia , Pallab : লোকসভা ভোটে খারাপ ফল। কয়েকদিন আগে উপভোটে আরও খারাপ ফল হয়েছে রাজ্য বিজেপির। জেতা আসনও ফস্কে গিয়েছে হাত থেকে। এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জানা যাচ্ছে, দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশাল। রাতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বনশাল।

আরো পড়ুন :- বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

সূত্রের খবর, সংশ্লিষ্ট বৈঠক থেকে বনশাল বলেন, “কোনও বিধায়ক, কোনও সাংসদ কোথায় কী করছেন, সব খবর আমাদের কাছে আছে। অনেকেই এলাকায় যান না। অন্য জায়গায় ঘুরে বেড়ান। সেখানে গিয়ে দাদাগিরি করলে দল মেনে মানবে না।”

সেই সঙ্গে বনশালের পরামর্শ, নিজের এলাকায় সময় দিতে হবে। তৈরি করতে হবে সংগঠন। বনশল বলেন, “জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন। আপনি এলাকার বিধায়ক, সাংসদ। তারপরেও কেন এই হাল সদস্য সংগ্রহের?” প্রয়োজনে পুরোনো নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ওই কেন্দ্রীয় নেতা। #Short News

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন