দিল্লিতে ক্ষমতায় আসছে BJP, চালু থাকবে কেজরির চালু করা সামাজিক প্রকল্প?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্ষমতায় বসেই একাধিক জনমুখী প্রকল্প এনেছিল আপ সরকার। তার জন্যই বার বার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। দিল্লিতে বিজেপির ক্ষমতা দখল যখন নিশ্চিত তখনই প্রশ্ন উঠেছে কেজরিওয়াল সরকারের যাবতীয় জনমুখী প্রকল্প কি চালু থাকবে? এর উত্তর ভোটের আগে দলের ইস্তেহার প্রকাশের সময়েই দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।

সেই সময় একটি সাংবাদিক সম্মেলনে জেপি নাড্ডা জানিয়েছিলেন, আম আদমি পার্টির শাসন কালে যে যে সরকারি প্রকল্প চালু হয়েছে সেগুলি বন্ধ হবে না। তাঁর আশ্বাস ছিল, আপ সরকার যে দুর্নীতির ব্যবস্থা চালু করেছে, বিজেপি ক্ষমতায় এলে তার অবসান হবে।

আরও পড়ুন:- হাতির পায়খানার ছবি বিক্রি করছে এক চিড়িয়াখানা, কারা, কেন কিনছেন এই ছবি ?

প্রচারের সময় থেকেই নানা আশ্বাস নিয়ে টক্কর দিয়েছে আপ এবং বিজেপি। মহিলা সমৃদ্ধি যোজনা-র নামে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি। আপ-এর আশ্বাস ছিল মাসে ২১০০ টাকা দেওয়া হবে। বৃদ্ধদের পেনশনের খাতেও আপের ২০০০ টাকা আশ্বাসের অঙ্ককে টপকে গিয়েছিল বিজেপি। পদ্মশিবির আশ্বাস দিয়েছিল, ক্ষমতা এলে ৬০-৭০ বছরের নাগরিকদের মাসে ২৫০০ টাকা এবং ৭০ পেরিয়ে গেলে মাসে ৩০০০ টাকা দেওয়া হবে। বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদেরও ভাতা দেওয়ার আশ্বাস ছিল বিজেপির।

অরবিন্দ কেজরিওয়ালের মহল্লা ক্লিনিক আলোচনার কেন্দ্রে এসেছে বহুবার। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সুলভে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য চালু হয়েছিল এই প্রকল্প। বিজেপির অভিযোগ ছিল, মহল্লা ক্লিনিকের নামে ৩০০ কোটি টাকা দুর্নীতি করেছে আপ। ক্ষমতায় এলে তার তদন্ত করা হবে বলে জানিয়েছিল বিজেপি। আর্থিকভাবে পিছিয়ে থাকা নাগরিকদের খাবারের জন্য অটল ক্যান্টিন চালু করার কথাও বলেছিলেন জেপি নাড্ডা। আপ ঠিক এই মডেলেই আম আদমি ক্যান্টিন করার কথা বলেছিল।

আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন

আরও পড়ুন:- ১ বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে, দীর্ঘমেয়াদি লগ্নি চাইলে কিনতে পারেন এই সব স্টক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন