Bangla News Dunia, দীনেশ :- বড়দিনে দিল্লিবাসীর সান্তা (Santa Claus avatar) সেজে হাজির হলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আগামী বছরই রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election)। তার আগে বড়দিনে অভিনব ভোটপ্রচারের নজির গড়ল আম আদমি পার্টি (AAP)। এআই ব্যবহার করে কেজরিওয়ালে একটি ভিডিও বানানো হয়েছে। যাতে দেখা যাচ্ছে সান্তার বেশে রয়েছেন তিনি। এই ভিডিও দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?
আম আদমি পার্টির তরফে পোস্ট করা ভিডিওতে লেখা হয়েছে, ‘দিল্লিবাসীর নিজস্ব সান্তা, যিনি বছরজুড়ে উপহার দিয়ে যান।’ ভিডিওতে কেজরিওয়ালের পরনে ছিল সান্তার মতোই চিরাচরিত সাদা-লাল পোশাক, মাথায় ছিল ক্রিসমাস টুপি। আর কাঁধে ছিল লাল রঙের উপহারের ঝোলা। এবারে ভোটপ্রচারে আপ যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলিই উপহার হিসেবে দিল্লিবাসীর হাতে তুলে দিয়ে দেখা গিয়েছে সান্তার বেশে থাকা কেজরিকে। ‘মহিলা সম্মান যোজনা’য় মেয়েদের জন্য ২১০০ টাকা মাসিক ভাতা, ‘সঞ্জীবনী’ প্রকল্পে ষাটোর্ধ্বদের জন্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের জন্য বাসে বিনামূল্যে পরিষেবা, এইসবই উপহার হিসেবে তুলে ধরা হয়েছে ভিডিওতে। যা হাসিমুখে গ্রহণও করেছে দিল্লিবাসী।
Delhi’s own Santa delivering gifts year-round ✨ #MerryChristmas pic.twitter.com/km2IOdAPoQ
— AAP (@AamAadmiParty) December 25, 2024
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটপ্রচারের জন্য ময়দানে নেমে পড়েছে আপ। জনসংযোগের পাশাপাশি এবার ডিজিটাল প্রচারেও তাক লাগাল কেজরির দল। ইতিমধ্যেই দিল্লির বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে আপ। প্রায় এক-চতুর্থাংশ প্রার্থীই হলেন কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?