দিল্লির দরজা বন্ধ হবে বঙ্গ–বিজেপির ! জানুন কেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

suvendu

Bangla News Dunia , Pallab : সদস্য সংগ্রহ অভিযান নিয়ে চাপ বেড়েই চলেছে বঙ্গ–বিজেপি নেতৃত্বের উপর। আগামী ২০ নভেম্বর এই কর্মসূচির পর্যালোচ‍না বৈঠক বসবে দিল্লিতে। সেখানে হাজির থাকবেন দলের তাবড় নেতারা। তার মধ্যে সদস্য সংখ্যা পঞ্চাশ লক্ষ ছুঁতে না পারলে বাংলার বিজেপি নেতাদের দিল্লি আসতে নিষেধ করা হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি বেগতিক বুঝে মরিয়া হয়ে শেষ চেষ্টা করে দেখতে চাইছেন বঙ্গ–বিজেপি নেতৃত্ব।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দলীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে, ১৭ নভেম্বর পার্টির বুথ সভাপতি থেকে রাজ্য সভাপতি— সাংগঠনিক স্তরের সব নেতাকে রাস্তায় নেমে সদস্য সংগ্রহ করতে হবে। তাতে যদি অন্তত কিছুটা মুখরক্ষা হয়! বঙ্গ–বিজেপির অন্দরের খবর, এখনও পর্যন্ত মিসড কল দিয়ে রাজ্যের দশ লক্ষ মানুষকেও দলের সদস্য করতে পারেননি পদ্ম–নেতৃত্ব। এক কোটি সদস্যের লক্ষ্যমাত্রা ছোঁয়ার সময়সীমা ৩০ নভেম্বর।

গোড়া থেকেই এ রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান এগোচ্ছে অত্যন্ত শ্লথ গতিতে। যা নিয়ে অত্যন্ত বিরক্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, অসম, ত্রিপুরার মতো রাজ্যগুলিতে যখন বিজেপি নেতারা সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, বাংলায় তখ‍ন টার্গেট থেকে বহু দূরে বিজেপি। এর জন্য বাংলার বিজেপি নেতাদের গা–ছাড়া মনোভাব এবং সাংগঠনিক দুর্বলতাইকেই দায়ী করছেন অমিত শাহরা। #Short News

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন