দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন, জানুন কবে ভোট ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : ঘোষণা হল দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election 2025)  দিনক্ষণ। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রে এক দফাতেই নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজধানীতে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সুতরাং আজ থেকে ভোট প্রক্রিয়া না মেটা পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা যাবে না সেখানে।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

দিল্লি বিধানসভা নির্বাচন এবার ত্রিমুখী। একদিকে পর পর তিনবার জয়ী হওয়ার লক্ষ্যে ময়দানে নেমেছে কেজরির দল ‘আপ’। অন্যদিকে নিজেদের জায়গা তৈরি করতে কোনও খামতি রাখছে না বিজেপি এবং কংগ্রেস। শেষ বিধানসভা নির্বাচনে ৬২টি আসন পেয়ে দিল্লির মসনদে বসেছিল অরবিন্দ। বিজেপি (BJP) পেয়েছিল ৮ টি আসন। কংগ্রেসের (Congress) ঝুলি ছিল শূন্য। ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা নিজেদের দখলে রাখা কংগ্রেস এবার আপের থেকে সবটা ছিনিয়ে নিতে কার্যত মরিয়া। অন্যদিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্থ প্রমাণ করে দিল্লিবাসীর মনে জায়গা করে নিতে চাইছে বিজেপিও।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (ECI) রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রে এক দফাতেই নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। নতুন ভোটার তালিকা অনুযায়ী দিল্লিতে মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮। এত সংখ্যক ভোটারের জন্য মোট ১৩ হাজার ৩৩টি বুথ থাকবে।’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে রাজ্যবাসীর মন পেতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের কথা তুলে ধরেন তাঁদের ইস্তেহারে। এরমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে পুরোহিত এবং গ্রন্থীদের জন্য মাসিক ১৮০০০ টাকা দেওয়ার ঘোষণা, বয়স্কদের জন্য চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধে সহ আরও অনেক কিছু। এখন দেখার দিল্লিবাসী অরবিন্দের (Arvind Kejriwal) ওপর পুনরায় ভরসা রাখেন কিনা।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন