Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারে বড় চমক। শুক্রবার দলের ‘সংকল্প পত্র’ বা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলা হয়েছে ইস্তেহারে।
বিজেপির নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা রয়েছে। তারা ক্ষমতায় এলে এই সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে দাবি করা হয়েছে।
> বিজেপি ক্ষমতায় এলে দিল্লিতে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’র আওতায় মাসে মহিলাদের ২৫০০ টাকা
> গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা
> দিল্লির দরিদ্র মহিলাদের গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ছাড়
> হোলি এবং দীপাবলিতে মহিলাদের বিনামূল্যে ১টি করে গ্যাস সিলিন্ডার
> প্রথম মন্ত্রিসভাতেই আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়নের জন্য উদ্যোগের প্রতিশ্রুতি। চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত ৫০ হাজার টাকা।
> ৬০ থেকে ৭০ বছর বয়সী প্রবীণদের জন্য পেনশন ২০০০ থেকে বাড়িয়ে ২৫০০ টাকা
> দিল্লিতে অটল ক্যান্টিন যোজনা চালু করে ৫ টাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের খাবার
বিজেপির ইস্তেহারে মহিলাদের কথা বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, ‘অধিকাংশ বড় ঘোষণাই মহিলাকেন্দ্রিক’। মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে কেউ কেউ তুলনা টেনেছেন বাংলার রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা এই প্রকল্প সমস্ত দিক থেকেই ব্যাপক সফল। জাতীয় স্তরেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই পদক্ষেপ নিয়ে বিশেষ চর্চা শুরু হয়। মধ্যপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে অন্যতম কারণ ছিল ‘লাডলি বেহনা’, মত ওয়াকিবহাল মহলের। এ বার দিল্লি নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারে মহিলাদের জন্য থাকল একগুচ্ছ ঘোষণা। পাশাপাশি এ দিন নাড্ডা বলেন, ‘দিল্লিতে বর্তমানে যে যে প্রকল্প চলছে বিজেপি ক্ষমতায় এলে সেই সব জারি থাকবে।’
আরও পড়ুন:– চুক্তির নিয়ম অনুযায়ী ভারতের দাবি মেনে নিল বাংলাদেশ, বিস্তারিত জানুন
আরও পড়ুন:– বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে ‘হোমমেড’ অ্যালার্ম, কিভাবে কাজ করে ?