Bangla News Dunia, বাপ্পাদিত্য:-পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য ইতিমধ্যে একাধিক প্রকল্পের (Government Scheme) সূচনা করেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য চালু হওয়া এই প্রকল্পগুলির কোন কোন ক্ষেত্রে শিশুদের জন্য, কখনো ছাত্রছাত্রীদের জন্য আবার কখনো প্রবীণ নাগরিকদের জন্য ভূমিকা রাখছে। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব, যে স্কিম আপনাকে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করবে। শুনে অবাক হলেন? আজকের প্রতিবেদনে রইল বাংলা সরকারের আবাস যোজনা (Awas Yojana Scheme) প্রকল্পের বিবরণ।
Bangla Awas Yojana Scheme 2024
রাজ্যবাসীর মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করতে মুখ্যমন্ত্রী নিচ্ছেন অগ্রণী ভূমিকা। আর তাই জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হলো মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্প (Awas Yojana Scheme). চলতি বছরে নতুন করে পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনায় নতুন আবেদন গ্রহণ করছে। বাংলার মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি।
তবে এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ চালু হয়েছিল পিএম আবাস যোজনা প্রকল্প। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বাসিন্দাদের জন্য নতুন করে আবাস যোজনা প্রকল্প আরম্ভ করেছেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাংলায় বসবাসকারী গরীব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা তাঁদের মাথার ওপর পাকা ছাদ পেয়ে যাবেন। যাদের আবাসস্থল বা বাড়ি এখনো শক্তপোক্ত নয়, তাঁরা এবার থেকে পাকা বাড়িতে থাকতে পারবেন। নিঃসন্দেহে সকল দরিদ্র পরিবারের জন্য রাজ্য সরকারের এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন:- ক্ষীর, পনির-সহ মিষ্টিতে ব্যাপক ভেজাল, কীভাবে চিনবেন খাঁটি মিষ্টি? জেনে নিন
Awas Yojana Scheme Eligibility
আপনিও যদি পশ্চিমবঙ্গ সরকারের এই আবাস যোজনা (Awas Yojana Scheme) প্রকল্পের জন্য নিজ আবেদন জমা করতে চান, প্রকল্পের থেকে সুবিধা লাভ করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু অবশ্যই শর্ত পুরণ করতে হবে। প্রত্যেক সরকারি প্রকল্পে এরকম বেশ কিছু শর্ত থাকে। নাগরিকদের সেই শর্ত পূরণ করতে হয়। তবেই সেই প্রকল্পের সহায়তা পাওয়া যায়। শর্ত পূরণ না করতে পারলে সেই ব্যক্তি প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন না। সেক্ষেত্রে জেনে নেওয়া যাক রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পে কি কি যোগ্যতার মানদন্ড রয়েছে।
১) এই প্রকল্পে আবেদন জানাতে হলে পরিবারের কোনও সদস্যকে সরকারী চাকরি করলে চলবে না। আর তাই যদি হয় সেই আবেদন গৃহীত হবে না। ২) যদি কোন ব্যক্তির পরিবারে তিন চাকা বা চার চাকার গাড়ি থাকে, তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। ৩) যদি কোন ব্যক্তি নিয়মিত আয়কর, ট্যাক্স প্রদান করে থাকেন তবে এই প্রকল্পের জন্য তিনি যোগ্য নয়। ৪) এখন প্রশ্ন হলো আবেদন জানাতে হলে ব্যক্তির আয় কত হতে হবে। আবাস যোজনা প্রকল্পের নিয়ম বলছে যদি কোন ব্যক্তির মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি হয় তাহলে তিনি এই প্রকল্পে আবেদন জমা করতে পারবেন না। অর্থাৎ ব্যক্তির আয় হতে হবে ১৫,০০০ টাকার মধ্যে। ৫) আরো একটি বিষয় জেনে রাখা জরুরী, অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকলেও যোগ্য প্রার্থী হিসেবে উক্ত ব্যক্তিকে গণ্য করা হবে না।
Awas Yojana Scheme Application
রাজ্যবাসী সাধারণ মানুষ যারা মাথার উপর পাকা ছাদ চান, তাঁরা প্রধানত দু’টি উপায়ে সরকারের এই প্রকল্প থেকে সুবিধা পেতে পারবেন। আবেদন করা যাবে সাদা কাগজে লিখিত উপায়ে। আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তবে আবাস যোজনার জন্য কাগজে আবেদন লিখে সেটা জমা করতে হবে ব্লক উন্নয়ন অফিসে। এছাড়াও আপনি আরও একটি ভাবে নিজের আবেদন জমা করতে পারবেন।
একজন ব্যক্তি মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নম্বরে সরাসরি ফোন করেও প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। রাজ্যবাসী কোনো একজন মানুষ যিনি প্রকল্পের সুবিধা পেতে চান তিনি সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত (৯১৩৭০৯১৩৭০) নম্বরে সরাসরি ফোন করে অ্যাপ্লিকেশন গৃহীত হয় তবে আপনি রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা। এই টাকায় আপনি পাকা বাড়ি বানিয়ে নিতে পারবেন।
আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
ITBP Constable Vacancy 2024: ASI, HC And Constable পদে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/TYQiAWafD2
— Daily Khabor Bangla (@daily_khabor) October 29, 2024
https://twitter.com/daily_khabor/status/1851290897495003493
https://twitter.com/daily_khabor/status/1851290163596702094
https://twitter.com/daily_khabor/status/1851289300165660760
https://twitter.com/kaushik94544429/status/1840973631305699595
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি