Bangla News Dunia, দীনেশ :- গত ২৬ ডিসেম্বর প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ইতিমধ্যেই। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও (Muhammad Yunus) মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেন। এদিন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে (Indian High Commission) গিয়ে তিনি মনমোহন সিংয়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা (Tribute) জানান।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
সূত্রের খবর, মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঢাকার বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে যান ইউনূস। সেখানে পৌঁছতেই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁকে স্বাগত জানান। এরপর মনমোহন সিংয়ের ছবিতে পুষ্পস্তবক অর্পণের পর শোকজ্ঞাপন খাতায় শোকবার্তা লিখে স্বাক্ষর করেন ইউনূস। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার সময় মনমোহনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণাও করেন প্রধান উপদেষ্টা। ইউনূস বলেন, ‘তিনি (মনমোহন সিং) কতটা সহজসরল মানুষ ছিলেন, কতটা জ্ঞানী ছিলেন।’ ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে মনমোহনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মনমোহন দুই দেশের সম্পর্ক শক্তিশালী করেছিলেন বলে উল্লেখ করেন ইউনূস। বার্ধক্যজনিত কারণে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। সেই মতো বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতেও চলছে শোকজ্ঞাপন।