Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবার বাজার খোলার পরই চড়চড়িয়ে বাড়ল ডিএলএফ-এর শেয়ার দর। শেয়ার মার্কেট খোলার এক ঘণ্টার মধ্যে এই সংস্থার শেয়ার দর প্রায় ৫ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৭৩১ টাকায়। গত বছর এই স্টকের পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। কিন্তু চলতি অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারের রেজ়াল্ট বের হতেই বদলাতে শুরু করেছে পরিস্থিতি।
চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ডিএলএফ-এর কনসলিডেটেড নেট প্রফিট ৬১ শতাংশ বেড়েছে গত অর্থবর্ষের তুলনায়। ৬৫৭ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৫৯ টাকা। টোটাল ইনকামও ৫.৭ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৩৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর মাস অবধি নেট প্রফিট গত অর্থবর্ষের একই সময়কালের তুলনায় বেড়েছে। এর পাশাপাশি চলতি কোয়ার্টারে অনেক ফ্ল্যাটের বুকিং হয়েছে ডিএলএফ-এর। এর প্রভাবেই সোমবার এই স্টকের দাম অনেকটা বেড়েছে।
সোমবার দাম বাড়লেও গত এক বছরে ডিএলএফ স্টকের পারফরম্যান্স হতাশ করেছে লগ্নিকারীদের। গত সপ্তাহে তা ৫ শতাংশের কাছাকাছি কমেছে। গত এক মাসে কমেছে সাড়ে ১৩ শতাংশ। ৬ মাসে ১৭ শতাংশ দাম পড়েছে এই শেয়ারের। গত এক বছরেও এর দাম পড়েছে। কিন্তু এ সবের মধ্যেও একাধিক ব্রোকারেজ সংস্থার এই সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিয়েছে। জেফেরিজ় এই স্টকের টার্গেট প্রাইস রেখেছে ১ হাজার টাকা। সিএলএসএ এর টার্গেট প্রাইস ঠিক করেছে ৯৭৫ টাকা। তাই সোমবার শেয়ার কেনার পরিকল্পনা থাকলে এই স্টককেও বিবেচনায় রাখতে পারেন।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)