Bangla News Dunia, দীনেশ :- দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চূড়ান্ত সিলমোহর পড়ল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra Chief Minister) পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। শোনা যাচ্ছে, বিজেপির (BJP) কোর কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁর কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !
বুধবার বিজেপির কোর কমিটির বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশের নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব করেন বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল এবং সুধীর মুগান্তিওয়ার। কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-র পর্যবেক্ষক নির্মলা সীতারামন। জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের নয়া সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে এদিন বিকেলেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে পারে দেবেন্দ্র ফড়নবিশ নেতৃত্বাধীন মহায়্যুতি জোট। তবে উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে দু’জনেই শপথ নেবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
মারাঠাভূমে কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে ২৮৮টি আসনের মধ্যে ২৩০টিতে জয় পেয়েছে মহায়্যুতি জোট। এরপর থেকেই জয়ের কৃতিত্ব দাবি করে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী পদে ফেরানো উচিত, একথা বলতে শুরু করে শিন্ডে শিবির। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে ডাকা হয় বৈঠক। অসুস্থার কারণে বৈঠকে যোগ না দিয়ে গ্রামে চলে গিয়েছিলেন একনাথ শিণ্ডে। শোনা যাচ্ছে, এদিন মন্ত্রীসভার বণ্টন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এরপর শুধু শপথের অপেক্ষা।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী