দুনিয়ার সবথেকে ধনী দেশ লুক্সেমবার্গ, নয়া তালিকায় ভারত কোন স্থানে দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্বের কোন দেশের ঝুলিতে রয়েছে কত সম্পদ? সেই সমীক্ষা চালাল ফোবর্স। জিডিপি-র নিরিখে কোন দেশ কতটা ধনী তার জবাব মিলল ফোবর্সের এই নতুন তালিকায়। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, এই প্যারামিটারে পৃথিবীর সবথেকে ধনী দেশ আয়তনে বিশ্বের বাকি দেশের থেকে অনেক ছোট। জানলে আশ্চর্য হতে পারেন, এই তালিকা অনুযায়ী শীর্ষ স্থানীয় দেশগুলির ধারেকাছেও নেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা।

ফোবর্সের দেওয়া তালিকা তৈরি হয়েছে দেশের পার ক্যাপিটা জিডিপি অনুযায়ী। সেই তালিকায় শীর্ষে রয়েছে লুক্সেমবার্গ। এই দেশের জিডিপি ৯১.২১ বিলিয়ন ডলার আর জনসংখ্যা মাত্র ৬.৭৫ লাখ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। ৫৯.৮ লাখ জনসংখ্যা বিশিষ্ট এই দেশের জিডিপি ৫৩০.৭১ বিলিয়ন ডলার। দুনিয়ার অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর।

আরও পড়ুন:- রেপো রেট কমতেই কোন কোন সেক্টরের স্টকে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের ? দেখুন তালিকা

তিন নম্বরে রয়েছে চিনের বিশেষ প্রশাসনিক ক্ষেত্র ম্যাকাও এসএআর। দেশের জনসংখ্যা মাত্র ৭.২ লাখ হলেও জিডিপি ৫৩.৪৫ বিলিয়ন ডলার। উল্লেখ্য, গোটা দেশের আয়ের সিংহভাগ আসে ৪০টি বিশাল ক্যাসিনো থেকে। এই ক্যাসিনোই এই দেশের মূল আকর্ষণ। এর টানেই বহু পর্যটক সেখানে ঘুরতে যান। ম্যাকাও এশিয়ার প্রথম এবং শেষ ইউরোপীয় কলোনি ছিল।

এরপরে নাম আসে আয়ারল্যান্ডের। এই দেশের জিডিপি ৫৬০.৫৭ বিলিয়ন ডলার আর জনসংখ্যা ৫.২ মিলিয়ন। ২০০৮-এ অর্থনৈতিক বিপর্যয়ের পর দেশের ব্যাঙ্কিং পরিকাঠামোর সম্পূর্ণ সংস্কার করে ফের ঘুরে দাঁড়ায় এই দেশ। পঞ্চমে নাম কাতারের, ষষ্ঠ স্থানে আছে নরওয়ে, সপ্তম সুইজারল্যান্ড। পার ক্যাপিটা জিডিপির নিরিখে অষ্টম ব্রুনেই দারুসালাম, নবম গুয়েনা।

জিডিপির পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকা রয়েছে এই তালিকার দশম স্থানে। ফোবর্সের দেওয়া হিসাব অনুযায়ী, ট্রাম্পের দেশের পার ক্যাপিটা জিডিপি ২৯.১৭ ট্রিলিয়ন ডলার। তবে জনসংখ্যায় আমেরিকা লুক্সেমবার্গের কয়েকগুণ। রিপোর্ট বলছে, আমেরিকায় ৩৩.৫ কোটি মানুষ বসবাস করে।

এই তালিকায় ভারত কোথায়?

জিডিপি-এর হিসাবে ২০০ দেশকে নিয়ে তৈরি এই তালিকায় ভারত রয়েছে ১২৪তম স্থানে। ফোবর্সের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের পার ক্যাপিটা জিডিপি ২,৯৪০ ডলার (নমিনাল) এবং ১১,৯৪০ ডলার (পিপিপি)। তথ্য বলছে, জিডিপি পার ক্যাপিটা র‌্যাঙ্কিংয়ে সবশেষে রয়েছে দক্ষিণ সুদান। তাদের জিডিপি ৯৬০.২৪ ডলার।

আরও পড়ুন:- অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে প্রচুর গ্রুপ-ডি কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ করে এই ১০ জনপ্রিয় মোবাইল অ্যাপ, ব্যাটারি বাঁচানোর উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন