দুবাইতে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রীর, জানুন কী নিয়ে হল আলোচনা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : তালিবানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi ) সঙ্গে প্রথমবার বৈঠক করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী (Vikram Misri)। বুধবার দুবাইতে (Dubai) তাঁরা বৈঠকে বসেন। আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার বিদেশে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হল (India-Afghanistan)।

সূত্রের খবর, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য পরিবহণ এবং ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। দুবাইয়ে এই বৈঠকের পর ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা নিয়ে যে ভারতের উদ্বেগ রয়েছে, তার প্রতি সংবেদনশীলতা তুলে ধরেছে আফগানিস্তান। তাছাড়া আগামী দিনেও ভারত আফগানিস্তানে আরও উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

এদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক মোটেই ভালো নয়। সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে পাক বায়ুসেনার যুদ্ধবিমান। হামলায় মৃত্যু হয়েছে মহিলা, শিশু সহ ৪৬ জন সাধারণ মানুষের। সোমবার ভারত ওই বিমানহামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিল। তার ৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক হল ভারত ও আফগানিস্তানের। এর মাধ্যমে পাকিস্তানকে বার্তা দেওয়া দেওয়া হল বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করেছিল। তবে এখনও রাষ্ট্রপুঞ্জে স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালিবান সরকার। আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই স্বীকৃত কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি দিল্লির তরফেও এখনও পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি তালিবান সরকারকে। ফলে দুই দেশের আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কও নেই। কিন্তু কাবুলের শাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে মোদি সরকার।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন