দু’য়ের বেশি সন্তান থাকলেই মিলবে নির্বাচনের টিকিট ! মুখ্যমন্ত্রীর মন্তব্যে উঠল ঝড়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : যদি কোনও ব্যক্তির ২ জনের বেশি সন্তান থাকে তবেই সে নির্বাচনে (Election) প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন! এমনই এক ফতোয়া রাজ্যে জারি করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের    (Andhra Pradesh)  মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে হতবাক প্রত্যেকে।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

সম্প্রতি মকর সংক্রান্তির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্ধ্র প্রদেশের মুখমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আগামী দিনে আপনি তখনই পঞ্চায়েত প্রধান, পুর কাউন্সিলর অথবা মেয়র হতে পারবেন, যদি আপনার দুইয়ের বেশি সন্তান থাকে। আমি দ্রুত এই ধারা যোগ করব।’ মুখ্যমন্ত্রী অবশ্য তাঁর এই মন্তব্যের নেপথ্যে বেশকিছু তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের আগে একটা আইন ছিল। সেই আইন অনুসারে পঞ্চায়েত ও পুর নির্বাচনে লড়াই করার জন্য শুধুমাত্র তাঁরাই সুযোগ পেতেন, যাঁদের দুই বা তার থেকে কম সন্তান রয়েছে। কিন্তু আমি এখন বলছি, যাঁদের যাঁদের কম সন্তান রয়েছে, তাঁরা নির্বাচনে লড়তে পারবেন না।’

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

তবে সন্তান জন্ম দেওয়ার বিষয়ে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চন্দ্রবাবুর গলায় এই বিষয়ে অনেক মন্তব্য শোনা গেছে। তখনও তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, এবারেও সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তিনি আছেন স্বমহিমায়। তাঁর শরীরী পরিভাষা থেকে বোঝার উপায় নেই এমন এক ইস্যুতে মুখ খোলায় তাঁকে নিয়ে ছিঃ ছিঃ করছেন সকলেই।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন