Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পুর এলাকার রাস্তায় টোল আদায় করতে পারবে না দুর্গাপুর পুরসভা। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। টোল আদায় বন্ধের কারণে বিপুল অঙ্কের অর্থ লোকসান হওয়ার সম্ভাবনা পুরসভার।
দুর্গাপুরের স্মল ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশন টোল ট্যাক্স নিয়ে দুর্গাপুর পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল। শিল্পতালুকে আসা পণ্যবাহী গাড়ি থেকে টোল না নেওয়ায় জন্য অ্যাসোসিয়েশনের তরফে পুরসভায় আবেদন করা হয়েছিল। অ্যাসোসিয়েশনের কর্তাদের দাবি, পণ্যবাহী গাড়ি থেকে টোল নিলে বাইরে থেকে কোনও গাড়ি শিল্পতালুকে আসতে চাইছে না। ফলে লোকসান হচ্ছে। পুরসভা গ্রাহ্য না করায় বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
বর্তমানে দুর্গাপুর পুর এলাকায় কাঞ্জিলাল অ্যাভিনিউ, নাচান রোড, হ্যানিম্যান সরণি, নাসের অ্যাভিনিউ, বনফুল সরণি, পিসিবিএল ও শ্যামপুর মিলিয়ে মোট সাতটি জায়গা থেকে টোল আদায় করে পুরসভা। হাইকোর্টের নির্দেশ আসার পরেই সব ক’টি টোলের সামনে বুধবার টোল বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘টোল আদায়ের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন রয়েছে। হাইকোর্ট আমাদের কাছে লিখিত অনুমোদন পত্র জমা দিতে বলেছে। সেটা যেহেতু আমাদের হাতে নেই, তাই টোল আদায় আদালতের নির্দেশে বন্ধ রাখা হচ্ছে। তবে অবৈধ কোনও টোল নেওয়া হচ্ছে, এরকম বিষয় নয়।’ টোল প্লাজার এক কর্মী বলেন, ‘আজ সকাল থেকেই পুরসভা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তার পর থেকে আমরা কোনও টোল আদায় করছি না।’
স্মল ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশনের তরফে রতনলাল আগরওয়াল বলেন, ‘রাজ্য সরকারের অনুমতি ছাড়াই এই টোল আদায় করা হচ্ছিল। এর আগে অনেক জায়গায় বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছি। এর পর আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টের নির্দেশে আজ থেকে টোল নেওয়া বন্ধ হয়েছে।’
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা