দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দিলেই মিলবে ২৫ হাজার ! পুরস্কার মূল্য বৃদ্ধির ঘোষণা গড়করির

By Bangla News Dunia Dinesh

Published on:

nitin-gadkari-road-accident

Bangla News Dunia, দীনেশ : পথ দুর্ঘটনায় আহতকে (Road accident injured)  দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সাহায্যকারীকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। যদিও বর্তমানে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় সাহায্যকারীকে (Good Samaritans)। এবার সেই অর্থমূল্য খুব শীঘ্রই পাঁচ গুণ বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

সম্প্রতি নাগপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গড়করি। সেখানেই একথা উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, যারা পথ দুর্ঘটনার শিকার ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যান তাঁদের বর্তমানে ৫ হাজার টাকা দেওয়া হয়। তবে এই ৫ হাজার টাকা পুরস্কার তাঁদের জন্য যথেষ্ট নয়। তাই সেই পুরস্কারমূল্য বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হবে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর থেকে সাহায্যকারীদের পুরস্কৃত করার এই প্রকল্পটি চালু করেছিল কেন্দ্র। এই প্রকল্প অনুসারে, পথ দুর্ঘটনার পর আহতকে ‘গোল্ডেন আওয়ার’ অর্থাৎ প্রথম এক ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দিতে হবে। তাহলেই পুরস্কার দেওয়া হবে সাহায্যকারীকে। সাধারণত পথ দুর্ঘটনার পরের এক ঘণ্টা আহতদের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মূলত পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য উৎসাহিত করতেই এই প্রকল্প চালু করেছিল সরকার।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন