Bangla News Dunia, বাপ্পাদিত্য:-বাইকে চেপে উড়ালপুল ধরে বেশি রাতে দ্রুত বাড়ির ফেরার চিন্তা করছেন? তা হলে হাতে সময় নিয়ে বেরোতে হবে। শহরের বড় উড়ালপুলগুলিতে বাইক চালানোর সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। লালবাজার সূত্রে খবর, শহরের প্রতিটি বড় উড়ালপুলে ৮ ঘণ্টার পরিবর্তে ৯ ঘণ্টা বন্ধ থাকবে মোটরবাইক বা স্কুটি চলাচল।
জানা গিয়েছে, রাত ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত কোনও মোটরবাইক–স্কুটি উঠতে পারবে না বড় উড়ালপুলে। এজেসি বোস রোড, মা ফ্লাইওভার, পার্ক স্ট্রিট, গার্ডেনরিচ এবং উল্টোডাঙা উড়ালপুল রয়েছে এই তালিকায়। খুব শীঘ্রই এই নয়া নিয়ম চালুর বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত এই সময়সীমা ছিল রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত। কলকাতা ট্র্যাফিক পুলিশের কর্তাদের বক্তব্য, গভীর রাত ও ভোররাতে বাইক–স্কুটি দুর্ঘটনা আটকাতেই এই পাঁচটি উড়ালপুলে বাইক–স্কুটি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। এখন সকালে উড়ালপুল খোলার পরপরই দুর্ঘটনা ঘটছে।
সম্প্রতি চিংড়িঘাটা থেকে সল্টলেক ঢোকার উড়ালপুলে এক বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মা উড়ালপুলের উপর পরমা আইল্যান্ডের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারলে নীচে পড়ে মৃত্যু হয় দুই বাইক যাত্রীর। ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
একের পর এক বাইক দুর্ঘটনা চিন্তায় ফেলে দেয় প্রশাসনকে। পুলিশ কমিশনারের সঙ্গে ট্রাফিক পুলিশের শীর্ষ কর্তাদের বৈঠকে নয়া নিয়ম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ট্র্যাফিক পুলিশের এক কর্তার দাবি, ‘রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত বড় উড়ালপুলগুলির উপরে গাড়ির চাপ তুলনায় কম থাকে। তাই বাইক–স্কুটি চালকদের একাংশ দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করেন। দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় তখনই।’ সেই কারণেই বাইক চলাচল নিয়ন্ত্রণ করার কথা ভাবা হচ্ছে।
আরো পড়ুন:– ভারতীয় সেনার ‘কন্ডোম স্ট্র্যাটেজি’-তে কুপোকাত পাকিস্তান, জানুন ‘একাত্তরের যুদ্ধে’র অজানা কাহিনি
আরো পড়ুন:– পৃথিবীর চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জলের সন্ধান মিলল, এই বিপুল জল রয়েছে কোথায়?