দূরন্ত, রাজধানী, বন্দে ভারতকে টেক্কা ! ২০০ কিমিতে ছুটছে ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন কোনটি? আপনার মত আর পাঁচটা মানুষের সকলেরই উত্তর নিশ্চয়ই হবে যে বন্দে ভারত এক্সপ্রেস। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে এমন একটি ট্রেন নিয়ে আলোচনা করা হবে যেটি কিনা বন্দে ভারত এক্সপ্রেস সহ রাজধানী দুরন্ত ট্রেনকেও রীতিমতো টেক্কা দিতে পারে। শুধু স্পিডের দিক থেকে নয় এর লাক্সারিও ট্রেন প্রেমীদের মধ্যে এক আলাদাই ভালোলাগার কাজ করছে বছরের পর বছর ধরে। আজ যে ট্রেন নিয়ে আলোচনা করা হবে সেটির সর্বোচ্চ স্পিড কিন্তু ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

আরো পড়ুন:পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন

রাজধানী, দূরন্ত এক্সপ্রেসকে টেক্কা দিল এই ট্রেন

এমনিতে বর্তমান সময়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। অল্প সময় এবং কম টাকার মধ্যে যাদের সকলে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন সেটারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় রেল। একদিকে যখন ভারতে লোকাল ট্রেনের মতো ট্রেন রয়েছে তখন আবার অন্যদিকে দুরন্ত, রাজধানী বন্দে ভারত এক্সপ্রেস এবং সর্বোপরি তেজস এক্সপ্রেস এর মতো ট্রেনও রয়েছে।  যেগুলিতে উঠলে আপনিও একদম এক আলাদাই অনুভূতি পাবেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে তেমনি ভারতের অন্যতম লাক্সারি ট্রেন তেজস এক্সপ্রেস নিয়ে।

অনেকেই হয়তো জানেন কিংবা অনেকেই জানেন না যে এই তেজস ট্রেনটি IRCTC দ্বারা পরিচালিত হয়। এতে যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে বিশেষ খেয়াল রাখা হয়। তেজস সুপারফাস্টকে শতাব্দী ট্রেনের প্রিমিয়াম সংস্করণ হিসাবেও বিবেচনা করা হয়, তবে সুযোগ-সুবিধার দিক থেকে এটি রাজধানী এবং শতাব্দী ট্রেনের চেয়ে অনেকটাই এগিয়ে। এতে রয়েছে একদম বিমানের মতো হোস্টেস, যারা কিনা আপনার খেয়াল রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তেজস এক্সপ্রেস অন্যান্য সুপারফাস্ট ট্রেনের তুলনায় কম সময়ে গন্তব্যে পৌঁছে যায়। দেশের বিভিন্ন প্রান্তে চালানো হচ্ছে এই ট্রেন। যাত্রীদের মাঝে বিশেষ জায়গা তৈরি করেছে তেজস ট্রেন। ক্যাটারিংয়ের প্রশ্ন হোক বা আরামদায়ক আসন, অন্যান্য ট্রেনের থেকে এগিয়ে এই সুপার লাক্সারি ট্রেন।

হাইস্পিড, অটোমেটিক গেট

তেজস সুপার লাক্সারি ট্রেনের সর্বোচ্চ গতি ২০০ কিলোমিটার। অর্থাৎ তেজস ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। তবে তেজসের অপারেটিং স্পিড ঘণ্টায় ১৪০ কিলোমিটার। রাজধানী, শতাব্দী এবং দুরন্ত ট্রেনের মতো ট্রেনগুলি সর্বাধিক ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে চলে। এই ট্রেনগুলির অপারেশনাল গতি ১৩০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে। আরেকটি স্পেসিফিকেশন তেজস এক্সপ্রেসকে বিশেষ করে তুলেছে।

তেজস সুপারফাস্ট ট্রেনে অটোমেটিক গেট রয়েছে। অর্থাৎ এই ট্রেনের গেট শুধুমাত্র স্টপেজ সহ স্টেশনে এলেই খোলে। অন্যান্য ট্রেনের মতো এতে চলন্তভাবে  ওঠা যায় না

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন