Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিনি বিশেষভাবে সক্ষমদের দলে পড়েন। রোজগারের জন্য একটি পানের দোকান খুলেছিলেন। দোকান চালিয়ে যা রোজগার করছিলেন তা দিয়ে জীবন চলছিল তাঁর।
সেই দোকানেই বছর দেড়েক আগে সঞ্জয় নামে এক ব্যক্তি হাজির হন। তিনি স্থানীয় বাসিন্দা। তাই দোকানি জিতেন্দ্র তাঁকে ভালই চিনতেন।
সঞ্জয় সেদিন ১০ টাকার পান মশলার প্যাকেট কেনেন। কেনেন বলাটা হয়তো ভুল হবে। বলা ভাল ধারে নেন। সঞ্জয় জিতেন্দ্রকে আশ্বাস দেন যে ১০ টাকা তিনি পরে দিয়ে যাবেন। জিতেন্দ্রও বিশ্বাস করে ১০ টাকার একটি পান মশলার প্যাকেট সঞ্জয়কে দিয়ে দেন।
এরপর যখনই সঞ্জয়ের কাছে সেই ১০ টাকা ধার শোধের কথা জিতেন্দ্র বলেছেন, তখনই কোনও না কোনও অছিলায় তা এড়িয়ে গিয়েছেন সঞ্জয়। তবে ধার শোধের জন্য বলাটা থামাননি জিতেন্দ্র। ১০ টাকা বলে বিষয়টিকে ছেড়েও দেননি।
সঞ্জয়ও এড়িয়ে যাচ্ছেন। জিতেন্দ্রও তদ্বির করে চলেছেন। এভাবে দেড় বছর কেটে যায়। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে জিতেন্দ্রর। তিনি সোজা পুলিশে ফোন করেন। জানান সঞ্জয় তাঁর সেই ১০ টাকা কীভাবে এতদিন ধরে না শোধ করে বসে আছেন।
পুলিশও মাত্র ১০ টাকা ভেবে বিষয়টিকে হালকা ভাবে নেয়নি। বরং পুলিশের একটি দল সোজা হাজির হয় উত্তরপ্রদেশের হরদোই জেলার ভান্ডারি গ্রামে। জিতেন্দ্রকে ওই টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাসও পুলিশ দিয়েছে।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery