দেবী দূর্গার দোলায় আগমন শুভ নাকি অশুভ ? জানুন অজানা তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

durga puja

Bangla News Dunia , পল্লব : হাতেগোনা আর মাত্র কিছুদিন। তারপরেই বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মর্তে আগমন হতে চলেছে দেবী দুর্গার। ২ রা অক্টোবর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হতে চলেছে মাতৃপক্ষের। প্রত্যেকবার কোন বাহনের সঙ্গে মায়ের আগমন ও গমন হয় সেই দিকে নজর থাকে মানুষের। কারণ বিভিন্ন বাহনের সঙ্গে দেবী দুর্গার আগমন ও গমনের পেছনে রয়েছে পুরাণের একটি কথিত কাহিনী।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর।প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

বলা হয়, মা দূর্গা মর্তে কোন বাহনের সাথে আসছে ও যাচ্ছে তার প্রভাব অনেকটাই পড়ে পৃথিবীর ওপর। কিন্তু আপনি কি জানেন চলতি বছরে কোন বাহনের হাত ধরে মর্তে মায়ের আগমন ও গমন হতে চলেছে ? চলতি বছরে দেবী দূর্গার আগমন ঘটছে দোলায় আর গমন হতে চলেছে ঘোড়ায়। বলা হয়, দোলাতে করে যদি মা মর্তে আসেন তাহলে পৃথিবীতে মড়ক দেখা দেবে।

এমন হলে চারিদিকে মৃত্যুমিছিল দেখা যাবে। অকালমৃত্য, লোকক্ষয়, দৈব দুর্বিপাকের পাশাপাশি অবাঞ্চিত ঘটনাও ঘটবে। শুধু তাই নয়, সেইসঙ্গে ভূমিকম্প, জলোচ্ছ্বাস ও অগ্ন্যুৎপাতও হতে পারে। এর ফলে মানুষের মৃত্যুমিছিল দেখা দিতে পারে। অন্যদিকে এবার মায়ের গমন হতে চলেছে ঘোড়ায়। সেক্ষেত্রে ঘোড়ায় যাওয়া ইঙ্গিত দেয় ছত্রভঙ্গের। অর্থাৎ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছত্রভঙ্গ হবে। #End

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন