দেশজুড়ে দুধের দাম কমাল আমুল, দেখুন লিটারে কত টাকা কমল ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : দেশজুড়ে দুধের দাম কমাল আমুল (Amul Milk)। দাম কমানোর বিষয়টি জানিয়েছেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক জয়েন মেহতা। জানা গিয়েছে, আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশাল এক লিটারের প্যাকেটে দুধের দাম এক টাকা করে কমানো হয়েছে। এই হ্রাস শুধুমাত্র এক লিটার প্যাকেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

দাম কমে যাওয়ার পর, আমুল গোল্ড মিল্কের এক লিটার প্যাকেটের দাম ৬৬ টাকা থেকে কমে ৬৫ টাকা হবে। অন্যদিকে, আমুল টি স্পেশাল দুধের এক লিটার প্যাকেটের দাম ৬২ টাকা থেকে কমে ৬১ টাকা হবে। আমুল তাজা দুধের এক লিটার প্যাকেটের দাম প্রতি লিটারে ৫৪ টাকা থেকে কমে ৫৩ টাকা হবে।

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

এর আগে গত বছর জুনে দুধের দাম বাড়িয়েছিল আমুল। নয়া দামের তালিকা প্রকাশ্যে এনে গুজরাটের সংস্থা জানিয়েছিল, লিটার প্রতি ২ টাকা করে দুধের দাম বাড়াল আমুল। আমুল দুধের দাম বাড়ানোর পর মাদার ডেয়ারিও (Mother Dairy) দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিল। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায়, প্রতি ৫০০ মিলিলিটার দুধের দাম বাড়ছে ১ টাকা। লিটারপিছু আমুল দুধের দাম বাড়বে ২ টাকা করে। আমুল গোল্ড, আমুল শক্তি, আমুল টি স্পেশাল মিল্ক সহ সব ক্ষেত্রে নতুন মূল্য প্রযোজ্য হবে বলে জানানো হয়। এরপর এদিন দাম কমানোর কথা জানাল আমুল। দুধের দাম কমিয়ে আমজনতাকে কিছুটা রেহাই দিল সংস্থা?।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন