দেশবাসীর কাছে আবেদন করলেন শাহরুখ খান , সামনের ১০-১৫ দিন সামলে চলুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- সারা বিশ্বে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সারা বিষয়ে এই মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৩ লাখ পার করেছে। এই দিন পর্যন্ত আমাদের দেশে আক্রান্তের সংখ্যা ৩৩০ পৌঁছেছে। এই ভাইরাস থেকে মুক্তি পাবার জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে আজ জনতা কার্ফুর ডাক দেওয়া হয়েছে। এই ডাকে সারা দিয়ে সারা দেশের মানুষ প্রায় ঘরে আবদ্ধ আছেন। তবে কিছু মানুষ কাজের তাগিদে ঘর থেকে বেরোচ্ছেন।

দেশ বাসীর উদ্যেশে রাজনেতা থেকে ক্রিয়া মহল ও সেলেব জগতের অনেকেই এই ভাইরাস থেকে বাঁচার জন্য কি কি করা উচিত তা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। এবার শাহরুখ খান তার টুইটার হ্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করে দেশ বাসীর উদেশ্যে বলেন আগামী ১০ থেকে ১৫ দিন খুবই সাবধানে থাকবেন। দরকার না পড়লে বাইরে বেরোবেন না। এবং কিছুক্ষন পর পর হাত ধোবেন।

[ আরো পড়ুন :- স্টেজ থ্রী রুখতে কি কি করা উচিৎ জেনে নিন ও মেনে চলুন ]

 

শাহরুখ আরো একটি টুইটে বলেন , সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস তার প্রভাব বিস্তার করেছে। এর সাথে আমাকে ও আপনাকে একসাথে লড়তে হবে। তবেই এই ভাইরাসকে হারাতে পারবো। তিনি মুম্বাই বাসীর উদেশ্যে বলেন কস্তুরবা ও কে ই এম হসপিটাল এই ভাইরাসের সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছে। এছাড়া তিনি বলেন এই কিছু দিন বাড়িতে থাকবেন , দরকার না পড়লে বাইরে বেরোবেন না। আমাদের এই কঠিন সস্ময়ে এক সাথে নিয়ম মেনে চলা উচিত।

Bangla news dunia Desk

মন্তব্য করুন