‘দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

yogi adityanath

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে না কি বর্তমানে ‘দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের মধ্যে লড়াই চলছে। সোমবার (১৬ ডিসেম্বর), উত্তর প্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন, এমনই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। দেশি মুসলমান, অর্থাৎ, যারা অতীতে কোনও সময় অন্য ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। আর বিদেশি মুসলমান মানে, যারা বাইরে থেকে ভারতে এসেছিল।

সাম্প্রতিক উপনির্বাচনে, মুসলিম অধ্যুষিত কুন্দারকি বিধানসভা আসনে জিতেছে বিজেপি। সেই জয়ের কথা উল্লেখ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, দেশি মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে। তারা তাদের হিন্দু অতীত নিয়ে গর্বিত। রাজ্যের সম্ভলে কয়েকদিন আগে একটি মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল। যার বলি হয়েছিলেন চার জন। সেটাও দেশি-বিদেশি মুসলমানদের লড়াই ছিল বলে দাবি করেন যোগী।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

তাঁর দাবি, স্বাধীনতার পর থেকেই উত্তর প্রদেশের এই এলাকায় একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। যার ফলে হিন্দু সম্প্রদায়ের ২০৯ জন নিহত হয়েছেন। হিন্দুদের হত্যার বিষয়ে কোনও কথা না বলার জন্য বিরোধীদের কটাক্ষ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা এখন সম্বলে চারজনের মৃত্যুতে কুমিরের কান্না কাঁদছে, তারা সেখানে হিন্দুদের হত্যার বিষয়ে কখনও কিছু বলেনি। সম্ভলে সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস শুরু হয় ১৯৪৭ সালে। সেখানে কয়েকদিন বাদে বাদেই সাম্প্রদায়িক হিংসা হয়েছে এবং সেই দাঙ্গায় হিন্দুরা নিহত হয়েছিল।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর আরও দাবি, যে মসজিদটির সমীক্ষাকে কেন্দ্র কর এত কাণ্ড, সেটি না কি ‘হরিহর মন্দির’ ভেঙে তৈরি করা হয়েছে। ‘বাবরনামা’, অর্থাৎ, মুঘল সম্রাট বাবরের আত্মজীবনীতেও না কি সেই কথাই বলা আছে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন