দেশের উত্তরপূর্বে ফের বিপদের মেঘ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

indian army in kashmir

Bangla News Dunia , Pallab : মণিপুরের পর উত্তরপূর্বে ফের আশঙ্কার মেঘ ! নাগা সশস্ত্র গোষ্ঠী NSCN ২৭ বছরের শান্তিচুক্তি ভেঙে ‘ভারতের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিরোধ’ গড়ে তোলার হুমকি দিল। ১৯৯৭-এর শান্তিচুক্তির পর ২০১৫ সালে আরও এক চুক্তি হয়েছিল। যদিও সম্প্রতি এক বিবৃতিতে এনএসসিএন জানিয়েছে, তৃতীয় পক্ষের উপস্থিতিতে নাগাদের জন্য পৃথক পতাকা এবং সংবিধানের দাবিতে আলোচনা চায় তারা।

আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা

বিবৃতিতে রীতিমতো হুঁশিয়ারির সুরে NSCN লিখেছে, তাদের সঙ্গে যে চুক্তি রয়েছে, ভারত এবং ভারতের নেতৃত্ব তাকে সম্মান করছে না। হিংসাত্মক সংঘাত ছড়ালে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

পাশাপাশি যেভাবেই হোক নাগাদের ইতিহাস, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এলাকা, পতাকা এবং সংবিধানকে রক্ষা করা হবে বলে জানিয়েছে তারা। এর জন্য যে কোনও পর্যায়ে তারা যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। #Short News

আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন