Bangla News Dunia, দীনেশ :- দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে, সে বিষয়ে সোমবার তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর)। সেই তথ্য মোতাবেক, বর্তমানে দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা। তাঁর ১৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। অন্যদিকে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। তাঁর ৯৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার রয়েছে ৫৫ লক্ষ টাকার সম্পত্তি। তিনি দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী। ওমরের পরই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। তাঁর ১ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তি।
অন্যদিকে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর ৩৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর পরই রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর ৫১ কোটির সম্পত্তি।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
এডিআরের তথ্য অনুসারে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রয়েছে ১ কোটি ৫৪ লক্ষ টাকার সম্পত্তি। বিহারের নীতীশ কুমারের ১ কোটি ৬৪ লক্ষ টাকার সম্পত্তি আছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের রয়েছে ২৫ কোটির সম্পত্তি। অসমের হিমন্ত বিশ্বশর্মার ১৭ কোটির সম্পত্তি আছে। ত্রিপুরার মানিক সাহার রয়েছে ১৩ কোটির সম্পত্তি। সেই সঙ্গে এডিআর জানিয়েছে, ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।