Bangla News Dunia, সমরেশ দাস : – করোনার মোকাবিলা করতে রাজ্য তথা সারা দেশ জুড়ে লক ডাউন জারি হয়েছে, যার আজকে তৃতিয় দিন । কোনো কোনো রাজ্যে মানুষেরা সেটাকে খুব কঠিন ভাবে মানছেন কিন্তু আবার কোথাও সেই চিত্র টা খুবই খারাপ । এখনো পর্যন্ত প্রচুর মানুষ মনে করছেন এটাকে জাস্ট একটা ছুটি হিসাবে , এবং এখনো তারা প্রতিদিন বাজারে যাচ্ছেন, আড্ডা মারছেন, ফল মূল,মাছ মাংস কিছুই কিন্তু বাদ যাচ্ছে না । আমরা এখনো বুঝতে পারছি না যে এই ভাবে চলতে থাকলে এটা পরে খুব বড় কিছু হতে পারে ।
এই নিয়ে ১৭ জন কে হারালাম আমরা করোনার জন্য , এবং ইতি মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ৮০০ যার । রাজস্থান এখন কেরালার পরে স্থান নিয়েছে । কেন্দ্র ইতি মধ্যে ১.৭ লক্ষ কোটি টাকা দিয়েছেন অবস্থাকে মোকাবিলা করার জন্য , যা নাকি ব্যবহার করা হবে খাদ্য শষ্য ও রান্নার গ্যাস এর জন্য ।
[ আরো পড়ুন :- করোনা মোকাবিলায় একাউন্টে টাকা , বিনা মূল্যে চাল – ডাল , ১লক্ষ ৭০ হাজার কোটি ঘোষণা কেন্দ্রের ]
দেশ বাসীর এখন উচিত রাজ্য ও কেন্দ্র সরকার এর কথা শুনে চলা ও পুরো লক ডাউন চলা পর্যন্ত বাড়িতে থাকা , রাজ্য সরকার থেকে সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে । এইদিন আরো একটা জাগাতে করোনা আকান্ত্র ধরা পরে যা নাকি হলো কাশ্মীর এবং সেই ব্যাক্তি মারা যান ।
তাই বার বার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে সবাই কে খুব সাবধানে থাকতে ও সরকারি বিধি মেনে চলতে । দরকারে নিচের দেওয়া নম্বর গুলোতে ফোন করা যেতে পারে , সবাই আপনার পাশে আছে ।
বেলেঘাটা ID : 03323033300
PG Hospital : 03322041101
Corona Help Line Toll free : 180031344000
Corona RG Kar : 03325557656
Corona WB Helpline : 03324312600