দেহে ধরেছে পচন, হাত-পা বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার, হরিদেবপুরে রহস্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

death

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাত-পা বাঁধা অবস্থায় ছিল। মুখের ভেতরে জোর করে ঢোকানো হয়েছে গামছা। ভাড়া বাড়ির বন্ধ ঘর থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। চাঞ্চল্যকর ঘটনা জোকার ডায়মন্ড পার্ক এলাকায়। মৃত মহিলার নাম মালিনী দাস। এক সপ্তাহ আগেই ওই মহিলা ওই বাড়িতে ভাড়া এসেছিলেন বলে দাবি। স্বামী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৭ তারিখ ওই মহিলা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন ওই বাড়িতে। আজ সকালে মহিলার ঘরের দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখেন বাড়ির মালিক। বাড়ির মালিক পাড়া প্রতিবেশীকে খবর দেন। খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে বন্ধ ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে। মহিলার গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

বাড়ির মালিকের দাবি, কার্তিক দাস নামে এক ব্যক্তি ওই মহিলার স্বামীর পরিচয় দিয়ে ভাড়া নিয়েছিলেন। পুলিশের হাতে তিনি ভাড়াটিয়াদের নথির কাগজ তুলে দিয়েছেন। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার দেহে পচন ধরতে শুরু করেছে। অন্তত এক বা দু’দিন আগে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। এমনকী যে ভাবে হাত, পা মুখ বেঁধে খুন করা হয়, তাতে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। যে আধার কার্ড দিয়ে ঘর ভাড়া নিয়েছিল, ওই ব্যক্তি সেটাতে কারচুপি করেছে বলেও ধারণা তদন্তকারীদের। স্নিফার ডগ নিয়ে গিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। আবাসনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন