দোতলার পার্কিং থেকে হুড়মুড়িয়ে নীচে পড়ল গাড়ি, তার পরে? রইল ভাইরাল ভিডিয়ো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আবাসনের দোতলায় রয়েছে পার্কিংয়ের জায়গা। সেখান থেকে দেওয়াল ভেঙে নীচে পড়েছে আস্ত গাড়ি। আতঙ্কে ছোটাছুটি করছেন সেই আবাসনের বাসিন্দারা। এমনই একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি পুনের বিমাননগরের একটি আবাসনে।

মঙ্গলবার ভাইরাল হয়েছে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে ক্যামেরাবন্দি হয়েছে গাড়ি নীচে পড়ে যাওয়ার মুহূর্ত। আদতে ওই ঘটনা তারও ২ দিন আগের। সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই আবাসনের একটি বাসিন্দা গাড়িটি চালাচ্ছিলেন। সেই গাড়িটি পার্কিং এরিয়ায় ফেন্সিং ভেঙে তলায় পড়ে যায়। সেই ঘটনাই ক্যামেরাবন্দি হয়েছে। ওই আবাসনের পরিচালন কমিটির চেয়ারম্যান সন্তোষ শিন্ডে জানিয়েছেন, চালক ভুল করে গাড়ি রিভার্স গিয়ারে রেখেছিলেন। সেই কারণেই কোনও অসতর্কতায় ভুল হয়ে যায়। ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, একটি সেডান গাড়ি হঠাৎ পিছনের দিকে গড়াতে শুরু করেছে, তার পরে পার্কিংয়ের ফেন্সিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তলায় পড়ে যায়। ওই গাড়ির মধ্যেই চালক ছিলেন বলে কোনও কোনও সংবাদমাধ্যম সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও চালক জখম হননি।

আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত

এই ঘটনার পরেই পুনে কর্পোরেশনের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এসে জায়গাটি দেখেন। ফেন্সিংয়ের কোনও জায়গা দুর্বল হয়ে গিয়েছে কি না তা দেখা হয়েছে। সংবাদমাধ্যমসূত্রের খবর, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, পার্কিংয়ের ফেন্সিং কোনওভাবে দুর্বল হয়ে গিয়েছে। এই ঘটনার পরেই আবাসনের বাসিন্দারা নিরাপত্তার খাতিরে বহুতলের স্ট্রাকচারাল অডিট চেয়েছেন।

আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের

আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন