Bangla News Dunia , Rajib : ফোর্বসের রিপোর্ট বলছে গত সেপ্টেম্বর মাস থেকে দ্বিগুণ বেড়েছে ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তি। আমেরিকার নয়া প্রেসিডেন্টের ব্যাঙ্ক ব্যালান্স এই মুহূর্তে ৮ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৬৭ হাজার ৩০৭ কোটি টাকারও বেশি। এ বার হোয়াইট হাউসের কুর্সিতে প্রত্যাবর্তনের পর কত বেতন পাবেন তিনি? মিলবে কী কী সুযোগ-সুবিধা?
আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা! তাঁর বেতন তো আকাশছোঁয়া হবেই। হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁর বার্ষিক বেতন পৌঁছে যাবে ৩ কোটি ৩৬ লক্ষ টাকায়। এ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি একাধিক সুযোগ-সুবিধা পাবেন। ট্রাম্পের পিছনে আমেরিকা সরকারের বরাদ্দ অর্থের পরিমাণ বছরে মোট ৪ কোটি ৭৮ লক্ষ টাকা। তার মধ্যে বিনোদনের জন্য তিনি পাবেন ৮৪ লক্ষ টাকা। ভ্রমণের জন্য পাবেন ১৬ লক্ষ। এ ছাড়াও অন্যান্য খরচ বাবদ তাঁকে দেওয়া হবে ৪২ লক্ষ টাকা। হোয়াইট হাউসের সজ্জা বাবাদ তিনি খরচ করতে পারবেন ৮৪ লক্ষ টাকা। পাশাপাশি বার্ষিক পেনশন হিসেবে বছরে দেড় কোটি টাকারও বেশি বরাদ্দ থাকবে তাঁর নামে। আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও দেওয়া হবে ট্রাম্পকে।
আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পাবেন বিলাসবহুল লিমুজ়িন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বেস্টের মতো সংস্থার গাড়ি ও বিমান পরিষেবা।
ট্রাম্পের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। রিয়েল এস্টেটের ব্যবসায় বিনিয়োগ রয়েছে তাঁর। নিউ ইয়র্কে তাঁর নামে রয়েছে, ‘ট্রাম্প টাওয়ার’, ফ্লোরিডায় ৩টি বাড়ি, ল্যাস ভেগাসে রয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। এ ছাড়াও ট্রাম্পের নামে রয়েছে মার-আ-লাগো ক্লাব, গল্ফ কোর্সেস। মিয়ামিতে একটি রিসর্ট রয়েছে তাঁর। এই সম্পত্তির মূল্য ৮১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৬ হাজার ৮১৪ কোটি টাকারও বেশি। ফোর্বসের হিসেব অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে নগদ ৪১০ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় ৩ হাজার ৪৪৯ কোটির বেশি। এ ছাড়াও ট্রাম্পের নামে বিভিন্ন জায়গায় রয়েছে ১০০ মিলিয়ন ডলারের সম্পত্তি। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৪৪১ কোটি টাকার বেশি।