Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একদিকে জোর করে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ। অন্য দিকে সেই চেষ্টার অভিযোগে দুই মহিলাকে গাছে বেঁধে রাখার অভিযোগ। শুক্রবার এমনই দু’টি ক্রস-এফআইআর দায়ের হয়েছে ওডিশার বালাসোরের রেমুনা থানায়। ঘটনার সূত্রপাত, একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর।
ওডিশার কংগ্রেস নেতা অমিয় পাণ্ডব ২৮ ডিসেম্বর এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেন। সেখানে দুই মহিলাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ ওঠে। অমিয় পাণ্ডবের অভিযোগ ছিল, ‘বালাসোর বিজেপি সাংসদ প্রতাপ ষাড়ঙ্গীর কেন্দ্র। সেখানে দুই খ্রিস্টান মহিলার সঙ্গে এই ব্যবহার?’
এ দিকে এই দুই মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ ওঠে, তাঁরা জোর করে আদিবাসীদের ধর্মান্তকরণের পথে হাঁটানোর চেষ্টা করছিলেন। বাদলকুমার পাণ্ডা নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ‘ওই দুই মহিলা এক ব্যক্তিকে জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন।’ শোনা যায়, এই ঘটনার পর দুই মহিলাকে আটক করা হয়। যদিও পুলিশের দাবি, কোনও গ্রেপ্তারি হয়নি।
দ্য ওয়ার-এর এক প্রতিবেদন অনুযায়ী, নীলগিরি পুলিশ স্টেশনের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর চিত্ত নায়েক জানান, পুলিশ কন্ট্রোল রুমে ফোন এসেছিল যে, কিছু লোক ধর্মান্তকরণের চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তাঁরা পৌঁছন। সেখানে গিয়ে দুই মহিলাকে গাছে বাঁধা অবস্থায় দেখেন। যেহেতু রেমুনা থানা এলাকার ঘটনা ছিল, পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
আরো পড়ুন:– 1 লা জানুয়ারি থেকে বদলাবে গুরুত্বপূর্ণ সকল নিয়ম। সতর্ক হন সবার আগে
আরো পড়ুন:– ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন