ধামাকা দেখালো মমতা মেশিনারি, প্রথম দিনেই ১৪৭% লাভ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৪ সাল জুড়েই আইপিও-র রমরমা দেখেছে দেশের শেয়ার বাজার। সেই ধারা বজায় থাকল ডিসেম্বরের শেষেও। সৌজন্যে মমতা মেশিনারি। প্যাকেজিং ইন্ডাস্ট্রির মেশিন প্রস্তুতকারক এই সংস্থার আইপিও আশাতীত সাড়া পেয়েছিল লগ্নিকারীদের থেকে। শুক্রবার স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে এই সংস্থার। সেখানেও ধামাকা দেখিয়েছে মমতা মেশিনারি। ইস্যু প্রাইসের থেকে ১৪৭ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে এই সংস্থার। অর্থাৎ শেয়ার বাজারে প্রবেশের প্রথম দিনেই এই সংস্থায় বিনিয়োগকারীরা ১৪৭ শতাংশ লাভ পেলেন। মমতা মেশিনারি লিমিটেডের আইপিও-র ইস্যু প্রাইস ছিল ২৪৩ টাকা। শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ার দর হয়েছে ৬০০ টাকা।

আরো পড়ুন: স্টেট ব্যাংকে নতুন করে ৬০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ৪৮,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

১৯ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলেছে মমতা মেশনারির আইপিও-র সাবস্ক্রিপশন। এই সংস্থার অংশীদার হতে ১৯৫ গুণ বেশি আবেদন জমা পড়েছিল। রিটেল ইনভেস্টরদের থেকে ১৩৮ গুণ, কর্মীদের থেকে ১৫৩ গুণ এবং কোয়ালিফায়েড ইনস্টিটিউশনার বায়ারদের থেকে ২৩৫ গুণ আবেদন জমা পড়েছিল। ২৪ ডিসেম্বর শেয়ার অ্যালটমেন্ট চূড়ান্ত হয়েছে। ৭৪ লক্ষ শেয়ার বিক্রির মাধ্যমে এই সংস্থা বাজার থেকে তুলেছে ১৭৯ কোটি টাকা। মমতা মেশিনারির ইস্যু প্রাইস থেকে লিস্টিং প্রাইস যে বেশি হবে, সে ইঙ্গিত আগেই মিলেছিল গ্রে মার্কেট প্রিমিয়াম (জিএমপি) থেকে। গ্রে মার্কেটে এই শেয়ারের দাম উঠেছিল ৫০৩ টাকা। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে ১০৭ শতাংশ বেশি। কিন্তু শেয়ার বাজারে লিস্টিংয়ে এই প্রত্যাশাও ছাপিয়ে গিয়েছে।

মমতা মেশিনারি প্যাকেজিং ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন যন্ত্র এবং যন্ত্রাংশ তৈরি করে। মূলত প্লাস্টিক ব্যাগ এবং পাউচ প্যাকেজিংয়ের মেশিন তৈরি করে। এফএমসিজি, ফুড ও বেভারেজ ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ব্যাগ প্রস্তুতকারক সংস্থারা মমতা মেশিনারির ক্লায়েন্ট। প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে মেশিন, ইক্যুইপমেন্ট সাপ্লাই, সার্ভিস দিয়ে থাকে এই সংস্থা। গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে এই সংস্থার রেভিনিউ এবং লাভ, দুই বেড়েছে। রেভিনিউ ২০২৪ অর্থবর্ষে হয়েছে ২৩৬.৬১ কোটি এবং নেট প্রফিট ২২.৫১ কোটি থেকে বেড়ে হয়েছে ৩৬.১৩ কোটি।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরো পড়ুন: কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত

আরো পড়ুন:  কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, কোথায় জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন