Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আচমকাই বিপদে মহেন্দ্র সিং ধোনি ৷ রাঁচির হরমু রোডে তাঁর যে বাসভবন রয়েছে, সেই বাড়ির কারণে বিপাকে বিশ্বজয়ী ভারত অধিনায়ক ৷ কিন্তু কেন বিপাকে তিনি? সরকারের তরফে দান করা বা উপহার দেওয়া বসতযোগ্য জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করা বেআইনি ৷ অভিযোগ, রাঁচির হরমু রোডে সরকার প্রদত্ত জমির উপর নির্মিত ধোনির বাড়ি নাকি বর্তমানে ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কারণে ৷ সেই অভিযোগেরই তদন্ত করছে ঝাড়খণ্ড সরকারের হাউজিং বোর্ড ৷
সরকারের তরফে উপহারস্বরূপ প্রদত্ত জমিতে ধোনি প্রথমে প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেন ৷ কিন্তু পরবর্তীতে সেই বাড়ি ছেড়ে পরিবার নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন মাহি ৷ সংবাদমাধ্যমের নজর এড়াতে প্রাক্তন ভারত অধিনায়ক বর্তমানে থাকেন সিমালিয়ার খামারবাড়িতে ৷ যা রাঁচি শহরের উপকণ্ঠে অবস্থিত ৷ সে যাইহোক, অভিযোগ এই যে ধোনির হরমু রোডের বাড়ি বর্তমানে বাণিজ্যিক কারণে ব্যবহার হচ্ছে ৷ যা একেবারেই বেআইনি ৷
আরো পড়ুন:– শুধু UK-তেই ৮৫টি শরিয়া আদালত, কী বদল হচ্ছে ব্রিটেনে?
আরো পড়ুন:– বদলে যাচ্ছে আইন, পঞ্চম-অষ্টমে ফের ফিরছে পাশ-ফেল
তবে ধোনির বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ প্রমাণিত হয়নি ৷ সরকারের তরফে দেওয়া বসতযোগ্য জমি বাণিজ্যিক কারণে ব্যবহারের জন্য 250-300 জনকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে ৷ কিন্তু ঝাড়খণ্ড সরকারের তরফে ধোনিকে এমন কোনও নোটিশ এখনও পাঠানো হয়নি ৷ অভিযোগ প্রমাণিত হলে পরবর্তীতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক ৷
এই বিতর্ক নিয়ে বলতে গিয়ে ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের চেয়ারম্য়ান সঞ্জয় লাল পাশোয়ান সংবাদসংস্থা আইএএনএস’কে বলেন, “ধোনির বিরুদ্ধে এমন কোনও আইনি নোটিশ পাঠানো হয়নি ৷ তবে বসতজমিতে ব্যবসা করার কারণে 250-300 জনকে নোটিশ পাঠানো হয়েছে ৷ সম্প্রতি আমাদের নজরে এসেছে বিষয়টি ৷ আমরা আমাদের কর্মীদের এবিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছি ৷ বসতজমিকে ব্যবসার কাজে যদি লাগানো হয় তাহলে তো অবশ্যই তা বেআইনি ৷” উল্লেখ্য, বাইশ গজে ধোনির দুরন্ত পারফরম্য়ান্সের জন্য ধোনিকে হরমু রোডের জমিটি উপহার দিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা ৷
আরো পড়ুন:– দুর্ঘটনা রুখতে যান চলাচলে নতুন নিয়ম আনলো রাজ্য, বিস্তারিত জানুন