নকল ঘিয়ের রমরমা কারবার? কারখানায় হানা দিয়ে চোখ কপালে পুলিশের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রমরমিয়ে বিক্রি করা হচ্ছিল ভেজাল ঘি। নদিয়ায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩ ব্যবসায়ী। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ২৫০০ কেজি ভেজাল ঘি এবং তা তৈরির সরঞ্জামও।

নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার বুইচার ঘোষপাড়া থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই ভেজাল ঘি। তা বাজারে আদৌ ছড়িয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভেজাল ঘি তৈরির বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে পুলিশ প্রশাসনের। বাঙালির হেঁশেলে ঘি নিত্যপ্রয়োজনীয় জিনিস। ফলে ভেজাল ঘি বাজারে গেলে তা বহু সাধারণ মানুষের শরীরের ক্ষতি করতে পারে। কে বা কারা এই চক্রের নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা

সূত্রের খবর, কয়েকদিন ধরেই বাজারে ভেজাল ঘি সরবরাহ সংক্রান্ত অভিযোগ আসছিল পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার ৩ জন ঘি ব্যবসায়ীর বাড়ির কারখানাতে হানা দেন তদন্তকারীরা। সেখান খেকে ২৫০০ কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, ইতিমধ্যে তিনজন ঘি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের নাম অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, ও গণেশ ঘোষ।

রবিবার ভেজাল ঘি প্রসঙ্গে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, ‘ভেজাল ঘি বাজারে ছড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগের। পুলিশ প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে। যাতে কোনওভাবেই অসাধু ব্যবসায়ীরা বাজারে ভেজাল ঘি ছড়িয়ে দিতে না পারে সে জন্য লাগাতার অভিযান চলবে।’

কে বা কারা এই ভেজাল ঘি বাজারজাত করার নেপথ্যে রয়েছে? তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যে ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ, জানা গিয়েছে এমনটাই।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন