নতুন কেনা স্কুটার মাঝ রাস্তায় রেখে টুকরো করলেন এক ব্যক্তি, কারণ জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ কি কাণ্ড! সবে তো খরচ করে স্কুটারটা কিনেছিলেন। শখের স্কুটার বলে কথা! তার ওপর সব আকর্ষণ ১ মাসেই শেষ হয়ে গেল। মাত্র ১ মাস আগে কেনা স্কুটার কেউ এভাবে ভেঙে টুকরো করে! রাস্তার চারধারে বাড়তে থাকা কৌতূহলীদের সেই প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছিল।

ওই ব্যক্তি কিন্তু একটি শোরুমের সামনে রাস্তার মাঝখানে স্কুটারটি রেখে তারপর বিশাল এক হাতুড়ি দিয়ে তা ভেঙে টুকরো করলেন। রাস্তার মাঝখানে নতুন স্কুটারটা তখন টুকরো টুকরো হয়ে পড়ে আছে।

এমন দৃশ্য দেখার পর সকলের মনেই প্রশ্ন জাগে কেন এমনটা করলেন ওই ব্যক্তি? কিসের এত রাগ? উত্তরটা বেশ চমকপ্রদ। ওই ব্যক্তি স্কুটারটি মাত্র ১ মাস আগেই কেনেন। কিন্তু শুরু থেকেই সেটিতে নানা সমস্যা হতে থাকে।

 

আরো পড়ুন:কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন

স্কুটার চালাতেই পারছিলেননা। অগত্যা তিনি সেটি ফের যে শোরুম থেকে কিনেছিলেন সেই শোরুমে নিয়ে যান। সেখানে ওই স্কুটারটি সারাতে হবে বলে জানানো হয়।

এটাও জানিয়ে দেওয়া হয় যে তা সারাতে ৯০ হাজার টাকা খরচ হবে। ১ মাস আগে কেনা স্কুটার সারাতে এই ৯০ হাজার টাকা বিলের কথা শুনে আর মাথার ঠিক রাখতে পারেননি ওই ব্যক্তি।

তিনি তখনই স্কুটারটি শোরুমের বাইরে এনে নিজে হাতে হাতুড়ি পিটিয়ে সেটিকে টুকরো করেন। ঘটনাটি দিল্লির বলেই জানা যাচ্ছে। ছবিটি ভাইরাল হয়েছে। প্রসঙ্গত ওই কোম্পানির স্কুটার নিয়ে নানা অভিযোগই শোনা যাচ্ছে। অভিযোগ খতিয়ে দেখছে সেন্ট্রাল কনজিউমার্স প্রোটেকশন অথরিটি।

 

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন