Bangla News Dunia, বাপ্পাদিত্য:-ইংরাজি নববর্ষকে স্বাগত জানাতে গোটা বিশ্ব মেতে ওঠে। আতসবাজির রোশনাই, পার্টি, নাচ, গান, খাওয়াদাওয়া, রাতা জাগা আনন্দ তো আছেই, তার সঙ্গে অনেক জায়গায় নানা প্রচলিত প্রথা পালন করা হয়। যার অনেকগুলি রীতিমত অবাক করে দিতে পারে।
যেমন সুইৎজারল্যান্ডের মানুষজন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বেছে নেন আইসক্রিমকে। তবে আইসক্রিম খাওয়ার জন্য নয়। ফেলার জন্য। যথেষ্ট দামি সব আইসক্রিম কিনে তা না খেয়ে বরং মেঝেতে ছুঁড়ে ফেলেন তাঁরা।
এ এক বহু প্রাচীন প্রচলিত প্রথা। যা সুইসরা মেনে চলেন নতুন বছরকে স্বাগত জানাতে। তাঁরা বিশ্বাস করেন আইসক্রিম মেঝেতে ছুঁড়ে ফেললে তা নতুন বছরে উজ্জ্বল ভাগ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ বয়ে আনে জীবনে।
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
সুইৎজারল্যান্ডে যখন আইসক্রিম মেঝেতে ছুঁড়ে ফেলা এক আজব প্রথা, তেমনই আবার ডেনমার্কে আর এক অদ্ভুত নিয়মের মধ্যে দিয়ে সেখানকার বাসিন্দারা নতুন বছরকে স্বাগত জানান।
তাঁরা তাঁদের বন্ধু বা আত্মীয়দের বাড়ির দরজার সামনে থালাবাসন ছুঁড়ে ফেলে আসেন। এভাবে কারও বাড়ির দরজায় থালাবাসন ভাঙার মধ্যে দিয়ে আসলে তাঁরা ওই বাড়ির বাসিন্দাদের নববর্ষের শুভেচ্ছা জানান। নতুন বছরে তাঁদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উদ্দেশ্য সুন্দর হলেও অন্যের বাড়ির সামনে থালাবাসন কেউ ছুঁড়ে ভাঙলে আপাত দৃষ্টিতে বিরক্ত লাগতেই পারে। যদিও ডেনমার্কে যেহেতু সেটা প্রচলিত প্রথা তাই কেউ কিছু মনে করেননা। বরং খুশিই হন।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025