নতুন বছরে খুশির খবর ! কৃষকদের ডবল টাকা দিচ্ছে মোদি সরকার। দেখে নিন কিভাবে পাবেন ?

By Bangla News Dunia Dinesh

Published on:

KRISHI , chas

 

Bangla News Dunia, দীনেশ : কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার আরম্ভ করেছে পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) আর রাজ্য সরকার আরম্ভ করেছে কৃষক বন্ধু প্রকল্প (Krishakbandhu Scheme). তবে দুই প্রকল্পই কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে, কৃষকদের অবস্থার উন্নতিতে সাহায্য করে। সম্প্রতি শোনা যাচ্ছে, কৃষকদের জন্য নতুন ভাবনা চিন্তা করেছে সরকার। নতুন বছরে কৃষকদের দেওয়া হচ্ছে ডবল টাকার আর্থিক সাহায্য।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

PM Kisan Yojana Scheme Benefits

আপনি যদি ভারতবর্ষে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি কেন্দ্রীয় সরকারের পিএম কিষান যোজনা প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে আপনার জন্য এল খুশির খবর। নতুন বছরে যে খবর সামনে আসছে, এবার নাকি পিএম কিষাণ যোজনায় কৃষকদের জন্য আর্থিক সাহায্য বাড়ানোর ভাবনাচিন্তা করছে কেন্দ্র।

বহুদিন হয়ে গেল একই আর্থিক সাহায্য পাঠাচ্ছিল মোদি সরকার। তাই যে সম্ভাবনা তীব্র হচ্ছে, এবার দ্বিগুণ আর্থিক সাহায্য পাবেন কিষানরা। সূত্রের খবর, বছরের পর বছর মাসের পর মাস ধরে পাঞ্জাব-হরিয়ানায় বসবাসকারী কৃষকরা লাগাতার আন্দোলন চালাচ্ছেন বিভিন্ন দাবিকে কেন্দ্র করে।

আর এহেন অবস্থায় এবার পিএম কিষাণ যোজনার টাকা বাড়ানো নিয়ে সরকারের অন্দরমহলে নতুন করে চিন্তাভাবনা আরম্ভ হলো বলেই খবর। এমনিতে কৃষকরা তিন কিস্তিতে বছরে ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য পান। আর এবার এই টাকার পরিমাণ কেন্দ্রীয় সরকার আসন্ন বাজেটে বাড়াতে পারে সরকার সূত্রে খবর।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

এবার কৃষকরা পাবেন ১২,০০০ টাকা?

যেহেতু কিষাণ যোজনা প্রকল্পে ডাবল টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে, তাই আপনিও নিশ্চয়ই ভাবছেন যে, কৃষকদের সরকার তবে কত টাকা করে দেবে?

যেহেতু কৃষকরা এখন ৬০০০ টাকা করে পাচ্ছেন, তাই জানা যাচ্ছে, অনুদানের টাকা এবার ৬০০০ টাকা থেকে এক লাফে বাড়িয়ে সরকার ১২,০০০ টাকা করতে পারে। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। এখন দেখা যাক মোদি সরকার কি সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

আলাদা করে আবেদন করতে হবে?

পিএম কিষান যোজনায় ১২,০০০ টাকা পেতে হলে আলাদা করে আবেদন জানাতে হবে না। যেভাবে আবেদন জানান সেভাবেই অ্যাপ্লিকেশন করবেন। সরকার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে বিস্তারিত জানতে পেরে যাবেন।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

তবে যদি কোনো কৃষকের পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত কোনও সমস্যা হয়, অথবা যদি কোন জিজ্ঞাস্য থাকে, তবে কৃষকরা যোগাযোগ করতে পারেন সরাসরি ইমেল আইডিতে। এছাড়া আপনি সরাসরি পিএম কিষাণ যোজনার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন