Bangla News Dunia, Pallab : 1লা জানুয়ারি 2025 থেকে বদলে গেল দেশের সমস্ত ব্যাংকের সময়সূচী। আর এই নতুন সময়সূচির ফলে যে সমস্ত ব্যাংক গ্রাহকরা বিভিন্ন কারণে প্রতি নিয়তই প্রায় ব্যাংকে যাতায়াত করে থাকেন, তাদের বেশ অনেকটাই সুবিধা হয়ে থাকবে।
কেননা এর আগে বিভিন্ন ব্যাংকের খোলা এবং বন্ধ করার সময় ভিন্ন ভিন্ন ছিল। যেমন ধরুন সরকারি হিসাব অনুযায়ী প্রতিটা ব্যাংক খোলার সময় হল সকাল 10টা। কিন্তু দেখা গেছে কিছু কিছু ব্যাংক সকাল 10টা পেরিয়ে গিয়ে আধা ঘন্টা পরে সকাল সাড়ে 10টা তে খুলছে আবারো এমনটাও দেখা গেছে যে, কিছু এমনও ব্যাংক রয়েছে যারা সকাল 11টা না হলে নিজেদের ব্যাংকিং এর কাজ শুরু করে না অথবা কোনো কোনো সময় দেখা গেছে তারা ব্যাংকের অফিসই খোলে না । ব্যাংক খোলার সময় তো গন্ডগোল রয়েছে বটেই, এছাড়াও এর পাশাপাশি ব্যাংক বন্ধ হওয়ার সময়ও ভিন্ন ভিন্ন রকমের ছিল আগে। যার ফলে সাধারণ ব্যাংক গ্রাহকদের নানা রকম সমস্যার মুখে পড়তে হতো প্রতিনিয়তই।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
ব্যাংক খোলা এবং বন্ধ করার নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার
এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে, আমাদের রাজ্য সরকার সমস্ত সরকারি ব্যাংকের জন্য একটি নির্দিষ্ট ব্যাংক খোলা এবং বন্ধ করার সময়সূচী তৈরি করে দিয়েছে । সেই নিয়ম অনুসারে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ব্যাংক একদম সকাল 10টায় খুলবে এবং বিকেল 4টেয় বন্ধ হবে। সম্প্রতি রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটির একটি সভায় এই নতুন নিয়মটি অনুমোদন পেয়েছে। সেই কমিটি বিশ্বাস করে যে, এই নতুন নিয়ম লাগু করার ফলে রাজ্যের সমস্ত ব্যাংক গ্রাহকদের সুবিধা বেশ অনেকটাই ঘটবে এর পাশাপাশি ব্যাংকিং পরিষেবাও আরো বেশ অনেকটাই উন্নত এবং দক্ষ হবে।
এছাড়াও যেহেতু এই নতুন নিয়মের ফলে রাজ্যের সমস্ত সরকারি ব্যাংকে নির্দিষ্ট সময়ে খুলতে এবং বন্ধ হতে হবে, ফলে গ্রাহকরাও আর বিভিন্ন সময়ের ব্যাংক খোলা এবং বন্ধ হওয়া এর চিন্তা থেকে মুক্তি পাবে। সরকারের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকেরা। যারা আগে বিভিন্ন ব্যাংকের সময়সূচি হিসেব রাখতে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতেন।
এই পরিষেবার মাধ্যমেও গ্রাহকদের অনেকটা সুবিধা হবে বলে জানা যাচ্ছে।
যেমন ধরুন – যদি কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে দেখেন ব্যাংকে বন্ধ রয়েছে, তাহলে কাজ শেষ করার জন্য অন্য ব্যাংকে ছুটে যেতে হতো। কিন্তু সরকারের এই নতুন নিয়মের ফলে আর এই সমস্যা হবে না গ্রাহকদের। নতুন নিয়মের ফলে গ্রাহকদের সুবিধা উন্নত করার পাশাপাশি কমিটি বিশ্বাস করে যে এই পরিবর্তন ব্যাংকিং কার্যক্রমকে সুগম করতে বেশ অনেকটাই সাহায্য করবে। এছাড়াও একথা জোর দিয়ে বলা যায় যে, সমস্ত গ্রাহক একই কার্যকালের পরিসেবা পেতে সক্ষম হবেন এবং যার ফলে সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা আরো অনুমানযজ্ঞ এবং ঝামেলা মুক্ত হবে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025