Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের (School Teacher) জন্য নতুন নিয়ম যা ২ রা জানুয়ারি থেকে মানতে হবে সকলকে।রাত পোহালেই নতুন বছরের শুভারম্ভ। নতুন বছর মানে নতুন আশা ও নতুন স্বপ্নকে আলিঙ্গন করা। নতুন বছর শুরুর সাথে সাথেই নতুন শিক্ষাবর্ষের (WBBSE Academic Year 2025) শুরু। ক্রিসমাসের ছুটি কাটিয়ে ২ রা জানুয়ারি থেকে রাজ্যের সরকারি স্কুল গুলি নতুন শিক্ষাবর্ষের জন্য শুরু হবে।
WBBSE Announce New Rules for School Teachers
মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফ থেকে, নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের জন্য একাধিক নিয়ম নীতি প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ে প্রবেশ করার সময় এবং অন্যান্য কিছু নিয়মের সংশোধন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মেনে চলতে হবে।
চাকরি বাঁচাতে স্কুল শিক্ষকদের নিয়ম মানতে হবে!
এতদিন পর্যন্ত বিদ্যালয়ে প্রবেশ করার সময় ছিল ১০:৪০ মিনিট। নতুন শিক্ষাবর্ষ থেকে সেই সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। ১০:৩৫ এর মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। বিদ্যালয়ের প্রার্থনা সংগীত শুরু হয়ে যাবে ১০ টা ৪০ মিনিটে। স্কুলে প্রবেশ করার সময়ের পরিবর্তনের সাথে পড়ানোর নিয়মের পদ্ধতিগত কিছু পরিবর্তন করা হয়েছে, সেই সমস্ত নিয়ম মেনে চলতে হবে পড়ুয়াদের। স্কুলের এটেনডেন্সের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন:– প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? এইভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন
West Bengal School Teacher
সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশিত হয়েছে। যেখানে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে পর্ষদ এক নয়া নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে, ১০ টা ৪০ মিনিটের পর যদি কোন শিক্ষক শিক্ষার স্কুলে প্রবেশ করেন, তাহলে তার এটেন্ডেন্সে লেট মার্ক পড়ে যাবে (School Teacher). এছাড়া ১১ টা ১৫ মিনিটের পর যদি কোন শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত হন, তাহলে সেই দিনের জন্য তাকে অনুপস্থিত বলেই গণ্য করা হবে।
WBBSE Notice to all school
বিদ্যালয় ছুটির পর শিক্ষক শিক্ষিকাদের এবং অশিক্ষক কর্মচারীদের স্কুলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত থাকতে হবে।অনেক সময় দেখা যায় সরকারি স্কুলের শিক্ষক শিক্ষারা স্কুল ছুটির সাথে সাথেই বেরিয়ে পড়েন। নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম নীতি পরিবর্তন করা হয়েছে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ছাত্র ছাত্রীরা বেরিয়ে যাওয়ার পরেও, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের বিকাল সাড়ে চারটা পর্যন্ত স্কুলে থাকতে হবে।
স্কুল শেষ হওয়ার পরেও যাবতীয় অনেক কাজ থাকে, সেই গুলো মিটিয়ে তবে স্কুল থেকে বের হতে পারবে শিক্ষক শিক্ষিকারা। সপ্তাহে অন্তত ৩২ ঘণ্টা ক্লাস নিতে হবে তাদের। মাধ্যমিক পরীক্ষার সময়ে শিক্ষকদের দায়িত্ব নিয়েও কঠোর নিয়ম রাখা হয়েছে। আর এবারে এই সকল নিয়ম মানতে হবে সবাইকে, আরও কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:– ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা
অনেক সময় দেখা যায় ছাত্র ছাত্রীরা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসে। নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম জারি করা হয়েছে, কোন পড়ুয়া যদি স্কুলে মোবাইল ফোন নিয়ে আসে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন শিক্ষক শিক্ষিকারা।
এছাড়াও শিক্ষক বা শিক্ষিকা ক্লাস চলাকালীন বা পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
বর্তমানে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুগল সার্চ করে অনেকেই দেখে থাকেন।
ক্লাস রুমে পড়াশোনা সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য বা দেখার জন্য ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক শিক্ষিকারা। একান্তই যদি ফোন ব্যবহার করতে হয় পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে, তাহলে প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিতে হবে অন্যান্য সহ শিক্ষক শিক্ষাদের। এই রকম অগণিত কিছু কঠোর নিয়ম নির্দেশাবলী চালু হতে চলেছে নতুন শিক্ষা বর্ষ থেকে।
নতুন শিক্ষাবর্ষ থেকে স্কুল শুরু হলে শিক্ষক শিক্ষিকাদের (School Teacher) WBBSE এই নিয়ম গুলি মেনে চলতে হবে, সেই সাথে পড়ুয়াদের নিয়ম নীতি গুলো মেনে চলতে বাধ্য করা হবে। আর শুধু স্কুল শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এই নিয়ম নয় পড়ুয়াদের জন্য কিছু নিয়ম আনা হয়েছে, স্কুল চালু হলে এই নিয়ম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেওয়া হবে সকলকে।
আরও পড়ুন:– টাকাতেই কি আটকে সুখের ঠিকানা ? উত্তরের খোঁজে ঋত্বিক-শোলাঙ্কি