Bangla News Dunia, Pallab : নতুন বছরের শুরুতেই দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা State Bank of India নিয়ে চলে এসেছে তার গ্রাহকের জন্য নতুন 2টি দুর্দান্ত প্রকল্প। যার নাম হল –
1.Har Ghar Lakhpati RD Scheme
2.SBI Patterns FD Scheme ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ভারতীয় স্টেট ব্যাংকের এই নতুন দুটি স্কিম সম্বন্ধে সমস্ত রকম বিস্তারিত তথ্য।
আরও পড়ুন:– সইফের ওপর রাগ না অভিমান ? হাসপাতালে দেখা গেল না কেন প্রাক্তন স্ত্রী অমৃতাকে ?
Har Ghar Lakhpati RD Scheme এর বিশেষ বৈশিষ্ট্য :
- এটি এক ধরনের Pre Calculated Recaring Deposit স্কিম, যেটি পরিচালনা করছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
- এই স্কিমের আওতায় গ্রাহকেরা 1 লক্ষ টাকা কিংবা তার গুণিতকে টাকা জমা করতে পারবে।
- এই নতুন স্কিমটি সঞ্চয় এর অভ্যাস গড়ে তোলার জন্য মূলত তৈরি করা হয়েছে এবং দ্রুত আর্থিক পরিকল্পনা তৈরি করতেও একটি বিশেষ সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে।
- এই স্কিমের সবথেকে বড় সুবিধা হল এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই নয়, এর পাশাপাশি নাবালক এবং নাবালিকারাও এতে বিনিয়োগ করতে পারবে।
SBI Patterns FD Scheme এর বিশেষ বৈশিষ্ট্য :
- এটি হলো ভারতীয় স্টেট ব্যাংকের দ্বারা পরিচালিত একটি ফিক্সট ডিপোজিট স্কিম।
- এই টিমে তুলনামূলকভাবে সুদের হার বেশি প্রদান করা হয়।
- এই চিমটি কিন্তু নাবালিকা বা নাবালকদের জন্য নয়, মূলত 80 কিংবা তার বেশি বয়সের প্রবীর নাগরিকদের জন্য এটি তৈরি করা হয়েছে।
- এই স্কিমে বর্তমান ও নতুন এফডি বিনিয়োগকারীরা অংশ নিতে পারবে।
এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ স্কিম রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে। যার নাম হল SBI V-Care Deposit । এই নতুন স্কিনটারও কিন্তু রয়েছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য। সেগুলি হলো –
- এই চিমটির মেয়াদ হয় সাধারণত 5 থাকে 10 বছরের মধ্যে।
- এই স্কিমিং সুদের হার হল 7.5% ।
- এটি শুধুমাত্র প্রবীর নাগরিকদের জন্যই বানানো।