Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নদিয়ার ধানতলা ও হাঁসখালি থানার গ্রাম থেকে আবারও ধরা পড়ল চোরা পথে এ দেশে ঢুকে পড়া একদল বাংলাদেশি নাগরিক। এবার দুই থানার যৌথ অভিযানে পুলিশের জালে ১০ জন বাংলাদেশি নাগরিক, পাঁচ জন ভারতীয় দালাল। ধৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ৫ জন মহিলা, এবং একজন নাবালিকা।
এই নিয়ে নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই এখনও পর্যন্ত মোট ৪২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ২৪ জন ভারতীয় দালাল গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত তিনটি থানা এলাকা থেকে।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রানাঘাট জেলা পুলিশের ডিএসপি (বর্ডার) সোমনাথ ঝা বলেন, ‘আমাদের জেলার সীমান্ত গ্রামে লুকিয়ে থাকা বাংলাদেশি নাগরিক ও এ পারের দালালদের ধরতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। বুধবার রাতে দুই থানার বিশেষ যৌথ অভিযানে ১৫ জন ধরা পড়েছে।
এর মধ্যে ১০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। শুধু ধানতলা থানা এলাকা থেকেই ধরা পড়েছে এই ১০ জন। আর দালালদের মধ্যে তিন জন ধানতলা থানা, দু’জন হাঁসখালি থানা এলাকা থেকে ধরা পড়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে সূত্র পেয়ে আরও অভিযান করে বাকিদেরও ধরা যায়।
ডিএসপি বলেন, ‘এক নাবালিকাকে নিয়ে দুই মহিলা ও এক পুরুষ দু’দিন আগে এ পারে দত্তপুলিয়ার বরণবেড়িয়া গ্রামে ঢুকেছিল। এ পারের এক আশ্রয়দাতার কাছে লুকোনোর চেষ্টায় ছিল। কিন্তু পুলিশের চোখ এড়ায়নি। সঙ্গে ধরা পড়েছে, ভারতীয় দালালও। কানিবামনি গ্রাম থেকেও তিন বাংলাদেশি ও এ পারের এক দালালকে ধরা হয়েছে।’
ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে নোয়াখালি, মাগুড়া, যশোর জেলার লোক রয়েছে বলে জানান তিনি। রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি, ধানতলা, গাঙনাপুর এই তিন থানা এলাকায় পুলিশের স্পেশাল ড্রাইভে কোনও দালালই রেহাই পাচ্ছে না। পুলিশ একদম পাকা খাতা বানিয়ে রেখেছে বলেও জানান।
আরো পড়ুন:– নতুন বছরের শুরুতেই সর্বনাশ! বন্ধ হয়ে যেতে পারে WhatsApp, বিস্তারিত জানুন