Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নন্দীগ্রামে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে। বৃহস্পতিবার নন্দীগ্রামের গোকুলনগরের তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্থানীয় একটি দোকানের মধ্যে। তাঁর দেহে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি স্থানীয়দের। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে মহাদেবকে। ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার বিরাট পুলিশ বাহিনী। এলাকায় তীব্র উত্তেজনা।
স্থানীয় সূত্রে খবর, মহাদেব বৃন্দাবনচক দক্ষিণের ২৫৩ নম্বর বুথের তৃণমূল কর্মী ছিলেন। বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা
এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে।
তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি যেটুকু শুনেছি বিজেপির কর্মীরা ওঁকে ধমক দিচ্ছিল। বিজেপি সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা করছে। বারবার তৃণমূল কর্মীদের টার্গেট করা হচ্ছে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই এ সব করছে।’
যদিও এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি পলয় পাল বলেন, ‘কোনও মৃত্যুই কাম্য নয়। তবে বিজেপি হিংসার রাজনীতি করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্য এই ঘটনা ঘটেছে।’