নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, ঘটনায় গ্রেপ্তার ৩

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত ২৫ ডিসেম্বর রাতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। রবিবার রাতে কলকাতা থেকে শোভন সেনা, অর্জুন সেনা ও অনুপ মাইতি নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত।

ধৃত তিন জনের বাড়ি বৃন্দাবনচক এলাকায়। ধৃতরা স্থানীয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত আইসি তুহিন বিশ্বাস জানিয়েছেন, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর দেহ উদ্ধার হয়েছিল তাঁর দোকানের ভিতর থেকে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি লোক পিটিয়ে খুন করেছে মহাদেবকে। নিহতের ভাই নন্দীগ্রাম থানায় ৩৯ জনের নামে লিখিত অভিযোগ করেন।

অন্য দিকে, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল খুনের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলায় দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধরপাকড় শুরু হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

আরও পড়ুন: টাকাতেই কি আটকে সুখের ঠিকানা ? উত্তরের খোঁজে ঋত্বিক-শোলাঙ্কি 

আরও পড়ুন:– ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন