Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship). এই স্কলারশিপের আবেদনকারী পড়ুয়ারা সরকারের তরফে আর্থিক সাহায্য পান। ইতিমধ্যে রাজ্যের সরকার রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন গত কয়েক বছরে। এর মধ্যে আলাদা করে উল্লেখযোগ্য ওয়েসিস স্কলারশিপ। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব রাজ্যের ওয়েসিস স্কলারশিপ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
WB Oasis Scholarship Update
পশ্চিমবঙ্গ সরকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিম (Government Scholarship) চালু করেছেন। যার মধ্যে বিকাশ ভবন স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ (Oesis Scholarship) ইত্যাদি। এছাড়াও, তিনি মেয়েদের পড়াশোনার উন্নতির জন্য রাজ্য সরকার কন্যাশ্রী স্কলারশিপ চালু করেছেন। তবে পশ্চিমবঙ্গের যে সকল পড়ুয়া ওয়েসিস বৃত্তির জন্য আবেদন জমা করবেন, তাঁরা সরকারের তরফে ৫০০০ টাকা বৃত্তি পাবেন। কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন? এই বৃত্তির জন্য কিভাবে আবেদন জমা করা যাবে? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক সমস্যার কারণে শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন না হয়ে যান বা রোজগারের তাগিতে পড়াশোনা ছেড়ে না দেন, যাতে তারা কোনোভাবে পিছিয়ে না পড়েন সেই লক্ষ্য নিয়েই সমস্ত স্কলারশিপগুলি চালু করা হয়েছে। ঠিক তেমনি একটি স্কলারশিপ ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপে সরকার শিক্ষার্থীদের যে ৫০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করে, তা তাঁদের পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করে ও তাঁদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়।
আরো পড়ুন:- কীভাবে সারাবেন মূত্রনালীর সংক্রমণ? জানুন ইউটিআই এড়ানোর ৫ সহজ উপায়
কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন?
ওয়েসিস স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হাওয়া বিশেষ একটি স্কলারশিপ। যা আরম্ভ হয়েছে প্রধানত SC/ST শিক্ষার্থীদের জন্য। আর এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা রয়েছে, যে যোগ্যতাগুলি তাঁদের পূরণ করতে হবে। কী কী যোগ্যতা লাগবে?
১) এই স্কলারশিপের আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) এই স্কলারশিপের আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। ৩) এই স্কলারশিপটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষার্থীদের প্রধানত নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। ৪) আবেদনকারীকে SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে। ৫) এই বৃত্তি প্রকল্পে SC শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ বা শেষ পরীক্ষায় অন্তত ৬০% নম্বর থাকতে হবে। ৬) আর ST শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ বা শেষ পরীক্ষায় ৪৫% নম্বর থাকতে হবে।
কিভাবে এই স্কলারশিপের সাহায্য পাবেন?
বর্তমানে ওয়েসিস স্কলারশিপের সুবিধা পাচ্ছেন পশ্চিমবঙ্গের ৪১০ জন SC/ST শিক্ষার্থী। যারা এই স্কলারশিপের জন্য যোগ্য তাদের বৃত্তির জন্য আবেদন জমা করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে আবেদন জমা করতে হবে। বিদ্যালয় থেকে স্কলারশিপের ফর্ম সংগ্রহ করে আপনি তা পূরণ করে জমা দেবেন। আর আবেদন জানানোর পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্কলারশিপের টাকা পাঠিয়ে দেওয়া হয়।
আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট
আরো পড়ুন :- ৩০ বছরের কমবয়সীরা মদ কিনতে গেলে বয়স যাচাই হোক, মামলা সুপ্রিম কোর্টে
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
Vidyasagar Vidyapith Recruitment 2024: শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/sjIY5TxJbN
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
পড়ুয়ারা পাবে ৫০০০ টাকা স্কলারশিপ, জেনে নাও আবেদনের সহজ পদ্ধতি👇🏻https://t.co/zUNjFUuSD8
— Daily Khabor Bangla (@daily_khabor) November 12, 2024
BRO Recruitment 2024: শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৬৬ টি, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/TDRqPo4Vix
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন
আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের
আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মে