নাকে ভুল অস্ত্রোপচার, বহু সিনেমা থেকে বাদ পড়েছিলেন প্রিয়াঙ্কা, দুর্দিনে পাশে ছিলেন কে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কথায় বলে, চিরদিন কারও একরকম যায় না। প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রেও ঠিক তাই। একটা সময় প্রিয়াঙ্কার কেরিয়ার অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল। সেই সময় তিনি তাঁর নাকের অস্ত্রোপচারও করিয়েছিলেন। যে কারণে বলিউডের অনেক পরিচালক তাঁকে তাঁদের সিনেমা থেকে সরিয়েও দিয়েছিলেন। এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছিলেন অভিনেত্রী, ঠিক তখনই পাশে এসে দাঁড়ান ‘গদর ২’-খ্যাত পরিচালক অনিল শর্মা। যিনি প্রিয়াঙ্কাকে শুধুমাত্র ‘’দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবিতেই সুযোগ দেননি, তাঁকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতেও বাধা দিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানালেন অনিল শর্মা।

সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিল বলেছিলেন, ‘প্রথম যখন আমি প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে তিনি হয়তো জুলিয়া রবার্টসের মতো দেখতে লাগার জন্য এটা করছেন। তাই ওঁকে বকাঝকাও করি। কিন্তু পরে জানতে পারি যে ওঁর শারীরিক কিছু সমস্যা ছিল। তাই অস্ত্রোপচারও ভুল হয়েছে।’

আরো পড়ুন:৩২৪৩৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ! দেখুন কিভাবে আবেদন করবেন

পরিচালক আরও বলেন, ‘প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’-এর জন্য তাঁকে দেওয়া অগ্রিম বুকিংয়ের ৫ লাখ টাকাও ফেরত দিতে এসেছিলেন। তিনি বলেছিলেন, তাঁকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাই তিনি বেরেলিতে ফিরে যেতে চান। তাঁর বাবা সেনাবাহিনীতে আবারও কাজ শুরু করেছেন, এবং মা আবারও তাঁর চিকিৎসা শুরু করার পরিকল্পনা করছেন।’

কিন্তু অনিল শর্মা প্রিয়াঙ্কাকে বেরেলি ফিরে যেতে বাধা দেন এবং যশরাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকেন। মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলি দেখেন। এরপরে পরিচালক ডিজ়াইনার নীতা লুলার সঙ্গে পোশাকের জন্য যোগাযোগ করেন। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। অনিল শর্মার মতে, খুব তাড়াতাড়ি চমক আসে প্রিয়াঙ্কার চেহারায়। অনিলের কথায়, ‘নাকের অস্ত্রোপচার ভুল হয়েছিল, প্রিয়াঙ্কার এক্ষেত্রে কোনও দোষ ছিল না।’

‘দ্য হিরো…’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তাঁর বিপরীতে ছিলেন সানি দেওল এবং প্রীতি জিন্টা। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কাকে। আজ হলিউডেও রমরমা অভিনেত্রীর।

আরো পড়ুন:৩ দিন বেপাত্তা বিমানের খোঁজ মিলল অদ্ভুত জায়গায়, ঘনাচ্ছে রহস্য

আরো পড়ুন:– ভিডিয়ো নিয়ে কড়া গাইডলাইন জারি YouTube-এর, চালানোর আগে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন