Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রাণিবিদ্যার জগতে কয়েক দিন আগেই শিরোনামে উঠেছিল মধ্য আফ্রিকার কঙ্গো। সে দেশের পাহাড় এবং ঘন জঙ্গলে অভিযান চালিয়ে বিজ্ঞানীরা ৭৪২ প্রজাতির নতুন ধরনের প্রাণী ও উদ্ভিদের খোঁজ পেয়েছিলেন। এদের অস্তিত্বর কথা আগে জানাই ছিল না বিজ্ঞানীদের। ঘন জঙ্গল ও দুর্গম ল্যান্ডস্কেপের জন্য আজও আফ্রিকায় অনাবিষ্কৃত অনেক কিছুই রয়ে গিয়েছে।
তবে, ‘অন্ধকার মহাদেশ’ আফ্রিকার মতো না হলেও ভারতের একেবারে পূর্ব প্রান্তের নাগা হিলস এবং পশ্চিমে আরব সাগর থেকে সোজা চার হাজার ফুট উঠে যাওয়া পশ্চিমঘাট পর্বতমালাকেও জীববৈচিত্রের জাদুঘর বলাই যায়। অতি সম্প্রতি নাগাল্যান্ড এবং পশ্চিমঘাট পর্বতমালা থেকে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জ়েডএসআই) প্রাণিবিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন পরজীবী বোলতার পাঁচটি প্রজাতির। এদের মধ্যে একটি নাগাল্যান্ড এবং বাকিগুলো পশ্চিমঘাট থেকে।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
বাঁশ, বেত, মেহগনি এবং অন্য গাছের ঘন জঙ্গল ভেদ করে নাগা হিলসের বহু জায়গায় রোদের আলোই ভালো করে ঢুকতে পারে না। তেমনই জায়গায় প্রাণিবিজ্ঞানী কুমুদ ত্যাগীর নেতৃত্বে অনুসন্ধান চালাচ্ছিলেন একদল বিজ্ঞানী। সেই দলেই ছিলেন রমেশকুমার আনন্দন। অনুসন্ধান চালাতে গিয়ে তাঁর হাতে আসা মাত্র ০.৮ মিলিমিটার থেকে ১.৫ মিলিমিটার মাপের বোলতার একটি প্রজাতি।
গায়ের রং কালো এবং অতিক্ষুদ্র আকারই এই প্রজাতি সম্পর্কে বিস্তারিত গবেষণার পথে সবচেয়ে বড় অন্তরায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত সদ্য সন্ধান পাওয়া পতঙ্গটির প্রতিটি অঙ্গ–প্রত্যঙ্গের বিশ্লেষণ করে প্রাণিবিজ্ঞানী অমিতকুমার ঘোষ ও বিকাশ কুমার নিশ্চিত হন, এই প্রজাতির বোলার কথা অতীতে প্রাণিবিদ্যার কোনও ক্যাটালগেই নথিভুক্ত করা হয়নি। অবশ্য গত কয়েক বছর ধরে জ়েডএসআই যে ভাবে অত্যাধুনিক যন্ত্রের প্রয়োগ শুরু করেছে, তেমন যন্ত্রের সাহায্য ছাড়া বিজ্ঞানীদের পক্ষে এত সহজে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যেত না।
জ়েডএসআই–এর অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় এই আবিষ্কার প্রসঙ্গে বলেন, ‘এই প্রজাতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে সেরাফ্রন ইন্টিয়াম। এই ধরনের আবিষ্কার যত বেশি হয়, তত বেশি করে বোঝা যায় ভারতের বিভিন্ন প্রান্ত এখনও জীববৈচিত্রের খনি। আমাদের বিজ্ঞানীরা যে ভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তার জন্য আমরা গর্বিত।’ ইতিমধ্যেই এই আবিষ্কারের কথা প্রাণিবিজ্ঞানের পত্রিকা ‘জ়ুট্যাক্সা’–তে প্রকাশিত হয়েছে।
এ ছাড়াও জ়েডএসআই–এর বিজ্ঞানীদের অন্য একটা দল পশ্চিমঘাট পর্তমালার বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে ‘হাইমেনোপটেরা’ প্রজাতিভুক্ত বোলতার চারটি প্রজাতির খোঁজ পেয়েছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই প্রজাতির বোলতারা অন্য পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024