নাড্ডার উত্তরসূরি কে? ফেব্রুয়ারিতেই চমক বিজেপির

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নাড্ডার উত্তরসূরি কে? লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের শেষেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে পারে। এরপরেই যে সব রাজ্যে সভাপতির কার্যকালের মেয়াদ শেষ হয়েছে সেখানেও নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে, সূত্রের খবর এমনটাই। এই তালিকায় রয়েছে বাংলাও।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জেপি নাড্ডাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হয়েছিল। দলীয় নিয়ম অনুসারে এই পদে কার্যকালের মেয়াদ থাকে ৩ বছর। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নাড্ডার কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল। লোকসভা ভোটে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারলেও ফের ক্ষমতায় এসেছেন মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে জেপি নাড্ডাকে। বিজেপির ঘোষিত নীতি ‘এক ব্যক্তি, এক পদ’। স্বাভাবিকভাবেই নাড্ডার উত্তরসূরি কে হবেন,সেই দিকে সব নজর।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

বিজেপির এক শীর্ষ নেতা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষেই নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নিতে পারেন। অন্যদিকে, প্রায় ৬০ শতাংশ রাজ্যেই বিজেপি সভাপতিদের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। সেই জায়গায় নতুন নাম বেছে নেওয়া হতে পারে।

বঙ্গে বর্তমানে বিজেপি সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার। তিনি লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। তাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও করা হয়েছে। সে ক্ষেত্রে সুকান্তর পর বঙ্গে রাজ্য সভাপতি পদে কে বসবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী বছর সেই প্রশ্নের জবাবও পাওয়া যেতে পারে।

আরো পড়ুন:- দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন